স্বামী বিবেকানন্দের স্মরণে মিশিগানে পাঁচ মহারাজের ধর্মালোচনা ১৪ সেপ্টেম্বর

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০২:৪৬:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০২:৪৬:২৩ পূর্বাহ্ন
ওয়ারেন, ৩ সেপ্টেম্বর: শ্রীশ্রী স্বামী বিবেকানন্দের ডেট্রয়েটে আগমনের ১৩০তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর মিশিগানে আগমন করবেন পাঁচ জন বিশিষ্ট মহারাজ। এই পবিত্র দিনে ধর্মপ্রাণ ভক্তদের জন্য আয়োজন করা হয়েছে এক সন্ধ্যা পূর্ণ ধর্মালোচনা, যা শ্রীশ্রী বিবেকানন্দের বেদান্তচেতনার আলোকে আধ্যাত্মিক অনুপ্রেরণা প্রদান করবে।
ধর্মালোচনা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, ওয়ারেন সিটির ৩৫৬০ ইস্ট ৯ মাইল রোডস্থ রামকৃষ্ণ আশ্রমে। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন: দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেদান্ত সোসাইটির স্বামী সর্বদেবানন্দ, বেদান্ত সোসাইটি টরন্টোর স্বামী কৃপাময়ানন্দ, বেদান্ত সমাজ সেক্র্যামেন্টোর স্বামী প্রপন্নানন্দ, বিবেকানন্দ বেদান্ত সোসাইটি শিকাগোর স্বামী ইশত্মানন্দ এবং নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটি স্বামী সর্বপ্রিয়ানন্দ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিকাগোতে ভারতের কনস্যুলেট জেনারেল শ্রী সোমনাথ ঘোষ। এই পবিত্র আয়োজন শ্রীশ্রী স্বামী বিবেকানন্দের শিক্ষা ও বেদান্তচেতনার আলো ছড়িয়ে সমাজে উদারতা, মানবিকতা এবং আধ্যাত্মিকতার সঞ্চার করবে।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com