ডেট্রয়েটে অগ্নিকান্ডে একজন নিহত, দমকলকর্মী আহত

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:৪৪:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১২:১৩:৪২ অপরাহ্ন
ডেট্রয়েট, ৩ সেপ্টেম্বর :  শহরের পশ্চিমাঞ্চলে গতকাল মঙ্গলবার রাতে এক বাড়িতে অগ্নিকাণ্ডে একজন নিহত এবং একজন অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, রাত ১১টা ৩০ মিনিটে ডেক্সটার অ্যাভিনিউ ও শিকাগো বুলেভার্ডের কাছে ম্যাককুয়েড স্ট্রিটের ১০২০০ ব্লকে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। কল পাওয়ার সাড়ে চার মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। উদ্ধারকারীরা ভেতরে তল্লাশি চালিয়ে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়। অগ্নি নেভানোর সময় এক দমকলকর্মী বাড়ির দ্বিতীয় তলা থেকে বেসমেন্টে পড়ে গিয়ে পিঠে আঘাত পান। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র কোরি ম্যাকআইজ্যাক এক বিবৃতিতে বলেন, “আমাদের চিন্তা ও প্রার্থনা নিহত বাসিন্দার পরিবারের জন্য এবং আহত সহকর্মীর দ্রুত আরোগ্যের জন্য।”
অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com