আটলান্টিক সিটিতে 'হালাল ভাই কাচ্চি'র সুহৃদ সমাবেশ

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:২৪:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:২৪:৩৮ অপরাহ্ন
নিউ জার্সি, ৪ সেপ্টেম্বর :  রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল বুধবার রাতে সিটির ৩২০৬ আর্কটিক এভিনিউতে অবস্থিত ‘হালাল ভাই কাচ্চি বিরিয়ানি এন্ড সুইটস' এর উদ‍্যোগে সুহৃদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুহৃদ সমাবেশের বিভিন্ন আয়োজনের মধ‍্যে ছিল কথামালা, আড্ডা, মতবিনিময়, সংগীত অনুষ্ঠান ও বারবিকিউ।
রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম সেলিম, এইচ এম আজমুল হক (তানিম), মোঃ দিনার ইসলাম, মাজহারুল ইসলাম জয় ও লাভলি ইসলাম মিষ্টি সুধীজনদের উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান ।
রেস্টুরেন্টটির অন‍্যতম স্বত্বাধিকারী সাইফুল ইসলাম সেলিম ও এইচ এম আজমুল হক (তানিম) তাঁদের বক্তব্যে রেস্টুরেন্টের অগ্রযাত্রায় অবদান রাখার জন‍্য কমিউনিটির লোকজনকে আন্তরিক ধন‍্যবাদ জানান এবং ভবিষ‍্যত অগ্রযাত্রায় সবার সুপরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আসিফ, সোহেল, হেলাল, লিখন।
এই রেস্টুরেন্টে মিষ্টি, জিলিপিসহ বিভিন্ন ধরনের বাঙালি খাবার সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও জন্মদিন, বিবাহ, বনভোজনসহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানেও তারা ক‍্যাটারিং সেবা প্রদান করেন। এখানে টেক ইন ও টেক আউটেরও ব্যবস্থা রয়েছে। ইতোমধ‍্যে রেস্টুরেন্টটি অভিজ্ঞতাসম্পন্ন শেফের তৈরি উপাদেয় খাবারদাবারের জন‍্য বেশ সুনাম অর্জন করেছে। আটলান্টিক সিটি ও পার্শ্ববর্তী শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সহ কমিউনিটির গণ‍্যমান‍্য ব্যক্তিবর্গ এই সুহৃদ সমাবেশে যোগ দেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com