বিতর্কে অস্ট্রিয়ান অর্থনীতিবিদ গুনথার ফেলিঙ্গার

ভারত ভেঙে একাধিক দেশ গড়ার ডাক

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:৫৬:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:৫৬:০০ অপরাহ্ন
ছবি : Gunther Fehlinger-Jahn/Instagram
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুনথার ফেলিঙ্গার ভারতের ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে একাধিক দেশে ভাগ করার আহ্বান জানিয়েছেন। ন্যাটো সম্প্রসারণ কমিটির চেয়ারম্যান পরিচয়ে তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভক্ত ভারতের একটি মানচিত্র প্রকাশ করেন। তাতে উত্তর ভারতকে ‘খলিস্তান’ হিসেবে দেখানো হয়েছে, পাশাপাশি মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ুসহ অন্যান্য অংশ আলাদা দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ফেলিঙ্গার তার পোস্টে লিখেছেন, “আমি ভারত ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি। নরেন্দ্র মোদী রাশিয়ার লোক। আমাদের মুক্ত খলিস্তানের বন্ধু চাই।” এছাড়া তিনি দাবি করেন, খলিস্তানপন্থী গোষ্ঠীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন এবং স্বাধীন খলিস্তান গঠনের প্রক্রিয়া নিয়ে কথাও বলেছেন।
তার এই মন্তব্য ও মানচিত্র ভারতের মধ্যে ক্ষোভের ঝড় তুলেছে। নেটিজেনরা এটিকে ইউরোপের সাম্রাজ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে অভিহিত করছেন। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী পররাষ্ট্র মন্ত্রণালয়কে অস্ট্রিয়ান দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে তলব করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখযোগ্য, ফেলিঙ্গার নিজেকে ন্যাটো সম্প্রসারণ কমিটির চেয়ারম্যান দাবি করলেও এটি ন্যাটোর কোনো সরকারি অংশ নয়। আন্তর্জাতিক গণমাধ্যম ও ফ্যাক্ট-চেকাররা নিশ্চিত করেছেন, তার ন্যাটো বা সরকারিভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক নেই।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানকে লক্ষ্য করে এই ধরনের আহ্বান অযৌক্তিক এবং প্ররোচনামূলক। তবে ফেলিঙ্গারের পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com