
ছবি বাম থেকে খালেদ রউফ এবং রবিউল করিম
আটলান্টা, ৫ ফেব্রুয়ারি: ৩৯তম আটলান্টা ফোবানা সম্মেলনের তৃতীয় দিনে, ৩১ আগস্ট, ফোবানার এজিএমে ২০২৫-২৬ সালের নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
নির্বাচিত কমিটির চেয়ারম্যান (চেয়ারপারসন) হিসেবে নির্বাচিত হয়েছেন পেনসিলভেনিয়ার রবিউল করিম বেলাল এবং নির্বাহী সেক্রেটারি (এক্সিকিউটিভ সেক্রেটারি) হয়েছেন শিকাগোর খালেদ আহমেদ রউফ। এবারই প্রথমবার সম্মেলনের তিন দিন আগে নির্বাচন সম্পন্ন হওয়ায়, সম্মেলনের সকল অংশগ্রহণকারী রিলাক্স মুডে ছিলেন। অনেকে মন্তব্য করেছেন, এতে কোনো ক্যাম্পেইনের জন্য সময় নষ্ট হয়নি। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-র নতুন কমিটিতে ৬৪টি সংগঠনের সদস্যরা মঙ্গলবার (২৬ আগস্ট) অনলাইনে ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুব রেজা রহিমের পরিচালনায় অনলাইনে ইলেকট্রোনিক্স ভোটিংয়ে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয়েছে বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনারবৃন্দ।
প্রধান নির্বাচন কমিশনার কর্তক ঘোষিত ফলাফলে– রবিউল করিম (বেলাল) ৩১ ভোট পেয়ে সভাপতি (চেয়ারপারসন) পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন মোহাম্মদ দিলু মওলা, তিনি পেয়েছেন ৩০ ভোট। মোহাম্মদ এম রহমান (জহির) ৩৮ ভোট পেয়ে সভাপতি (ভাইস চেয়ারম্যান) নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী ছিলেন আবির আলমগীর, তিনি পেয়েছেন ২৩ ভোট। খালেদ আহমেদ রউফ ৩৯ ভোট পেয়ে নির্বাহী সচিব (এক্সিকিউটিভ সেক্রেটারি) পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন বাবুল হাই, তিনি পেয়েছেন ২২ ভোট। অ্যান্থনি পিয়ুস গোমেজ ২৮ ভোট পেয়ে সহ নির্বাহী সচিব (জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি) পদে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী ছিলেন ড. প্রিয়লাল কর্মকার, তিনি পেয়েছেন ২৭ এবং এম জেড আসিফ আই খান, তিনি পেয়েছেন ৬ ভোট, মোহিন উদ্দিন দুলাল ৩৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন, তার নিকততম প্রার্থী ছিলেন শামসুদ্দিন মাহমুদ, তিনি পেয়েছেন ২০ ভোট এবং সাঈদ আহসান (কোকো), তিনি পেয়েছেন ৭ ভোট।
নির্বাচনে মুহাম্মদ আলী (মানিক) ৬০ ভোট পেয়ে শ্রেষ্ঠ (আউটস্ট্যান্ডিং) সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যান্য শ্রেষ্ঠ (আউটস্ট্যান্ডিং) সদস্যরা হলেন মোহাম্মদ আরেফিন বাবুল ৫৯ ভোট (বিজয়ী), জসিম উদ্দিন ৫৭ ভোট বিজয়ী, শামসুদ্দুহা (সাগর) ৫৪ ভোট (বিজয়ী), নুরুল আমিন ৪৯ ভোট (বিজয়ী), আবু এম রুমি ৪৬ ভোট (বিজয়ী), ড.আব্দুস মোহাম্মদ সাত্তার ৪১ ভোট (বিজয়ী)
তালিকাভুক্ত সংগঠনগুলোর মধ্যে যারা নির্বাহী সদস্যপদ লাভ করেছেন তারা হলেন যথাক্রমে- বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন (ইমতিয়াজ আহমেদ পাভেল) ৫৬ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (রোকশানা পারভীন) ৫৫ ভোট, ড্রামা সার্কেল, নিউ ইয়র্ক (কান্তা আলমগীর) ৫৫ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইনক. (শফিকুল ইসলাম জুয়েল) ৫২ ভোট, মেরিল্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি (মোহাম্মদ কাজল) ৫২ ভোট, বাংলাদেশ থিয়েটার হিউস্টন (নাহিদা নাসের ইয়াসমিন) ৫০, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিএমভি ইঙ্ক (আখতার হোসেন) ৪৯ ভোট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হিউস্টন (নাদিম ভূঁইয়া অপু ) ৪৮ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার কানসাস সিটি (রেহান রেজা) ৪৮ ভোট, অপরাজেয় বাংলা, ইনক. (শম্পা বণিক) ৪৮ ভোট, ইউএস বাংলা অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (কাজী নাহিদ) ৪৬ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বাম (জাবেদ চৌধুরী) ৪৬ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টন (এম. আজমল এ. খান) ৪৫ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) হাসমত মোবিন ৪৪ ভোট, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া (শাকিরা আলী বাচ্চি) ৪০ ভোট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি (সুমসুন রুমি) ৩৮ ভোট, বাংলাদেশ মেলা ইঙ্ক (তৌফিক এস. খান তুহিন) ৩৮ ভোট, বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন অব সেন্ট্রাল ফ্লোরিডা (সাইফ চৌধুরী নান্টু) ৩৩ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইঙ্ক বাই (দিলশাদ চৌধুরী ছোট্টি) ৩১ ভোট, বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (ফারজানা উদ্দিন) ২৮ ভোট, সুন্দরবন (করিম সালাউদ্দিন) ২৬ ভোট, বাংলাদেশ কালচারাল সোসাইটি অব জর্জিয়া (মামুনুর চৌধুরী তারুণ) ২৪ ভোট ।
আটলান্টা, ৫ ফেব্রুয়ারি: ৩৯তম আটলান্টা ফোবানা সম্মেলনের তৃতীয় দিনে, ৩১ আগস্ট, ফোবানার এজিএমে ২০২৫-২৬ সালের নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
নির্বাচিত কমিটির চেয়ারম্যান (চেয়ারপারসন) হিসেবে নির্বাচিত হয়েছেন পেনসিলভেনিয়ার রবিউল করিম বেলাল এবং নির্বাহী সেক্রেটারি (এক্সিকিউটিভ সেক্রেটারি) হয়েছেন শিকাগোর খালেদ আহমেদ রউফ। এবারই প্রথমবার সম্মেলনের তিন দিন আগে নির্বাচন সম্পন্ন হওয়ায়, সম্মেলনের সকল অংশগ্রহণকারী রিলাক্স মুডে ছিলেন। অনেকে মন্তব্য করেছেন, এতে কোনো ক্যাম্পেইনের জন্য সময় নষ্ট হয়নি। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-র নতুন কমিটিতে ৬৪টি সংগঠনের সদস্যরা মঙ্গলবার (২৬ আগস্ট) অনলাইনে ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুব রেজা রহিমের পরিচালনায় অনলাইনে ইলেকট্রোনিক্স ভোটিংয়ে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয়েছে বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনারবৃন্দ।
প্রধান নির্বাচন কমিশনার কর্তক ঘোষিত ফলাফলে– রবিউল করিম (বেলাল) ৩১ ভোট পেয়ে সভাপতি (চেয়ারপারসন) পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন মোহাম্মদ দিলু মওলা, তিনি পেয়েছেন ৩০ ভোট। মোহাম্মদ এম রহমান (জহির) ৩৮ ভোট পেয়ে সভাপতি (ভাইস চেয়ারম্যান) নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী ছিলেন আবির আলমগীর, তিনি পেয়েছেন ২৩ ভোট। খালেদ আহমেদ রউফ ৩৯ ভোট পেয়ে নির্বাহী সচিব (এক্সিকিউটিভ সেক্রেটারি) পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন বাবুল হাই, তিনি পেয়েছেন ২২ ভোট। অ্যান্থনি পিয়ুস গোমেজ ২৮ ভোট পেয়ে সহ নির্বাহী সচিব (জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি) পদে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী ছিলেন ড. প্রিয়লাল কর্মকার, তিনি পেয়েছেন ২৭ এবং এম জেড আসিফ আই খান, তিনি পেয়েছেন ৬ ভোট, মোহিন উদ্দিন দুলাল ৩৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন, তার নিকততম প্রার্থী ছিলেন শামসুদ্দিন মাহমুদ, তিনি পেয়েছেন ২০ ভোট এবং সাঈদ আহসান (কোকো), তিনি পেয়েছেন ৭ ভোট।
নির্বাচনে মুহাম্মদ আলী (মানিক) ৬০ ভোট পেয়ে শ্রেষ্ঠ (আউটস্ট্যান্ডিং) সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যান্য শ্রেষ্ঠ (আউটস্ট্যান্ডিং) সদস্যরা হলেন মোহাম্মদ আরেফিন বাবুল ৫৯ ভোট (বিজয়ী), জসিম উদ্দিন ৫৭ ভোট বিজয়ী, শামসুদ্দুহা (সাগর) ৫৪ ভোট (বিজয়ী), নুরুল আমিন ৪৯ ভোট (বিজয়ী), আবু এম রুমি ৪৬ ভোট (বিজয়ী), ড.আব্দুস মোহাম্মদ সাত্তার ৪১ ভোট (বিজয়ী)
তালিকাভুক্ত সংগঠনগুলোর মধ্যে যারা নির্বাহী সদস্যপদ লাভ করেছেন তারা হলেন যথাক্রমে- বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন (ইমতিয়াজ আহমেদ পাভেল) ৫৬ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (রোকশানা পারভীন) ৫৫ ভোট, ড্রামা সার্কেল, নিউ ইয়র্ক (কান্তা আলমগীর) ৫৫ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইনক. (শফিকুল ইসলাম জুয়েল) ৫২ ভোট, মেরিল্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি (মোহাম্মদ কাজল) ৫২ ভোট, বাংলাদেশ থিয়েটার হিউস্টন (নাহিদা নাসের ইয়াসমিন) ৫০, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিএমভি ইঙ্ক (আখতার হোসেন) ৪৯ ভোট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হিউস্টন (নাদিম ভূঁইয়া অপু ) ৪৮ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার কানসাস সিটি (রেহান রেজা) ৪৮ ভোট, অপরাজেয় বাংলা, ইনক. (শম্পা বণিক) ৪৮ ভোট, ইউএস বাংলা অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (কাজী নাহিদ) ৪৬ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বাম (জাবেদ চৌধুরী) ৪৬ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টন (এম. আজমল এ. খান) ৪৫ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) হাসমত মোবিন ৪৪ ভোট, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া (শাকিরা আলী বাচ্চি) ৪০ ভোট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি (সুমসুন রুমি) ৩৮ ভোট, বাংলাদেশ মেলা ইঙ্ক (তৌফিক এস. খান তুহিন) ৩৮ ভোট, বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন অব সেন্ট্রাল ফ্লোরিডা (সাইফ চৌধুরী নান্টু) ৩৩ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইঙ্ক বাই (দিলশাদ চৌধুরী ছোট্টি) ৩১ ভোট, বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (ফারজানা উদ্দিন) ২৮ ভোট, সুন্দরবন (করিম সালাউদ্দিন) ২৬ ভোট, বাংলাদেশ কালচারাল সোসাইটি অব জর্জিয়া (মামুনুর চৌধুরী তারুণ) ২৪ ভোট ।