
ফ্লোরিডা, ৫ সেপ্টেম্বর : আগামী বছরের অক্টোবর মাসের ২৪ ও ২৫ তারিখ, ৭ ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্টের আয়োজন করা হয়েছে উত্তর আমেরিকার ফ্লোরিডায়। টেম্পার ভেনুতে ২ য় বার ফেস্ট হতে যাচ্ছে এবং এটা হবে ফ্লোরিডায় ৪র্থ আয়োজন। নিউইয়র্কে তিন বার ফেস্টের আয়োজন হয়েছিল। ফ্লোরিডায় হবে ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট।
ফ্লোরিডার ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট সংবাদ সম্মেলনে কথা বলছেন মেলার আয়োজক কমিটি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরে ২০২৬ সালের ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’। এই আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশ তার ব্যবসা, সংস্কৃতি ও তরুণদের বৈশ্বিক মঞ্চে তুলে ধরার বিশেষ সুযোগ পাবে বলে আশাবাদী আয়োজকরা। আয়োজক কমিটির পক্ষে রোটারিয়ান আতিকুর রহমান সংবাদ সম্মেলন বলেন, বাংলাদেশের সাথে আমেরিকার কৃস্টি কালচার, ব্যবসা বানিজ্যের একটি সেতু বন্ধন রচনায় ভুমিকা রাখে ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট।
বাংলাদেশের ব্যবসায়ীদের জন্যও সুযোগ থাকছে, ব্যবসা সম্প্রসারনের। ২ দিন ব্যাপী সম্মেলনে নতুন প্রজন্মের সাথে বাংলাদেশের সম্মৃদ্ধ কালচারের যোগসূত্র তৈরী হয়। ৬ টি সফল ওয়ার্ল্ড ফেষ্ট এর ৭ ম ওয়ার্ল্ড ফেস্টকে নানা আঙ্গিকে সাজানো হয়েছে। আতিকুর রহমান আরো বলেন, আমেরিকা এখন আর দুরের কোন দেশ না, বাংলাদেশের সাথে আমেরিকার নানা ভাবে সম্পৃক্ততা ঘটছে। আমেরিকার বাজারটারও দেশী ব্যবসায়ীরা জয় করতে যাচ্ছেন। বুধবার ৩ সেপ্টেম্বর এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি।
আমেরিকার আয়োজকদের অন্যতম তারেক মাহমুদ বলেন, আমাদের ওয়ার্ল্ড ফেস্ট নিয়ে অনেকের আগ্রহ আমাদের সফলতা জানান দিচ্ছে। ৭ ম ওয়ার্ল্ড ফেস্ট জাঁকজমকপূর্ণ হবে। যারা আমেরিকায় অংশগ্রহণ ও স্পন্সরে আগ্রহী আপনারা 1+ 321 600 6125 বা 1+407 832 282 যোগাযোগ করবেন।
ফ্লোরিডার ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট সংবাদ সম্মেলনে কথা বলছেন মেলার আয়োজক কমিটি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরে ২০২৬ সালের ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’। এই আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশ তার ব্যবসা, সংস্কৃতি ও তরুণদের বৈশ্বিক মঞ্চে তুলে ধরার বিশেষ সুযোগ পাবে বলে আশাবাদী আয়োজকরা। আয়োজক কমিটির পক্ষে রোটারিয়ান আতিকুর রহমান সংবাদ সম্মেলন বলেন, বাংলাদেশের সাথে আমেরিকার কৃস্টি কালচার, ব্যবসা বানিজ্যের একটি সেতু বন্ধন রচনায় ভুমিকা রাখে ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট।
বাংলাদেশের ব্যবসায়ীদের জন্যও সুযোগ থাকছে, ব্যবসা সম্প্রসারনের। ২ দিন ব্যাপী সম্মেলনে নতুন প্রজন্মের সাথে বাংলাদেশের সম্মৃদ্ধ কালচারের যোগসূত্র তৈরী হয়। ৬ টি সফল ওয়ার্ল্ড ফেষ্ট এর ৭ ম ওয়ার্ল্ড ফেস্টকে নানা আঙ্গিকে সাজানো হয়েছে। আতিকুর রহমান আরো বলেন, আমেরিকা এখন আর দুরের কোন দেশ না, বাংলাদেশের সাথে আমেরিকার নানা ভাবে সম্পৃক্ততা ঘটছে। আমেরিকার বাজারটারও দেশী ব্যবসায়ীরা জয় করতে যাচ্ছেন। বুধবার ৩ সেপ্টেম্বর এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি।
আমেরিকার আয়োজকদের অন্যতম তারেক মাহমুদ বলেন, আমাদের ওয়ার্ল্ড ফেস্ট নিয়ে অনেকের আগ্রহ আমাদের সফলতা জানান দিচ্ছে। ৭ ম ওয়ার্ল্ড ফেস্ট জাঁকজমকপূর্ণ হবে। যারা আমেরিকায় অংশগ্রহণ ও স্পন্সরে আগ্রহী আপনারা 1+ 321 600 6125 বা 1+407 832 282 যোগাযোগ করবেন।