ডেট্রয়েট ও ডিয়ারবর্নে গাড়ি চোরাচালান চক্রে আটজন অভিযুক্ত

আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০২:২৭:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০২:২৭:৪৪ পূর্বাহ্ন
ডিয়ারবর্ন, ৫ সেপ্টেম্বর : মার্কিন অ্যাটর্নি অফিস এবং ডিয়ারবর্ন পুলিশ জানিয়েছে, ডিয়ারবর্ন থেকে উচ্চমানের গাড়ি চুরি ও আন্তর্জাতিক চোরাচালানের দায়ে আটজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মার্কিন অ্যাটর্নি অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এরা ডিয়ারবর্ন এলাকার চারটি বাণিজ্যিক বা শিল্প লটে চুরি হওয়া গাড়ি সংগ্রহ করে শিপিং কন্টেইনারে ভরত। এরপর মালবাহী পরিবহন বা রেলপথে বন্দর শহরে পাঠিয়ে বিদেশে, প্রায়শই মধ্যপ্রাচ্যে, রপ্তানি করত।
অভিযুক্তরা হলেন- গার্ডেন সিটির ৪১ বছর বয়সী হায়দার আল হায়দারি; ডেট্রয়েটের ৪৩ বছর বয়সী কারার আলনাকাশ; ডিয়ারবর্ন হাইটসের ৪২ বছর বয়সী আব্বাস আল ওথমান; ডেট্রয়েটের ৩৬ বছর বয়সী মোহাম্মদ আল হিলো; ডিয়ারবর্ন হাইটসের ৪৬ বছর বয়সী মুস্তফা আল ফেতলাভি; ডেট্রয়েটের ৩৩ বছর বয়সী টেরিল ডেভিস; হার্পার উডসের ৩২ বছর বয়সী ডেভিড রোশিনস্কি উইলিয়ামস; এবং ডেট্রয়েটের ৩৫ বছর বয়সী মোহাম্মদ আল আব্বুদি। তাদের বিরুদ্ধে চুরি হওয়া যানবাহন পরিবহনের ষড়যন্ত্র এবং চুরি হওয়া যানবাহন পরিবহন–এই দুই অভিযোগ আনা হয়েছে। ষড়যন্ত্র প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ বছর, আর পরিবহনের অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
ফেডারেল অভিযোগ অনুসারে, আল হায়দারি, আলনাকাশ, ওথমান, আল হিলো, আল ফেতলাভি ও আল আব্বুদি ছিলেন চোরাচালানকারী। ডেভিস ও উইলিয়ামস ছিলেন দালাল, যারা চোরদের কাছ থেকে চুরি হওয়া গাড়ি সংগ্রহ করে সরবরাহকারীদের হাতে তুলে দিতেন। গাড়িগুলো শিপিং কন্টেইনারে ভরে বিদেশে পাঠানোর সময় মালবাহী ফরওয়ার্ডারকে মিথ্যা তথ্য দিতেন।
এক মামলায়, ডেট্রয়েটের ফুলারটন অ্যাভিনিউ থেকে একটি BMW এবং শেভ্রোলেট ক্যামারো ইরাকের উদ্দেশে পাঠানো হয়। তখন আল হিলো ফরওয়ার্ডারকে বলেন, কন্টেইনারে "অটো পার্টস" আছে।
অন্য মামলায়, আলনাকাশ জানান, একটি কন্টেইনারে নাকি "২২ প্যালেট অ্যান্টিফ্রিজ" রয়েছে, যদিও তাতে ছিল চুরি হওয়া গাড়ি।
মার্কিন অ্যাটর্নি জেরোম গর্গন বলেন, “আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যে চুরি করা গাড়ির কোনও স্থান নেই। আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় অসংখ্য গাড়ি উদ্ধার ও এই অপরাধ চক্রের অবসান ঘটানো সম্ভব হয়েছে।”
এইচএসআই-এর ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট ম্যাথিউ স্টেন্টজ জানান, তদন্তে ইতিমধ্যেই ৩৫০টিরও বেশি চুরি হওয়া গাড়ি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, “গাড়ি চুরি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, আমাদের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোকেও আঘাত করে। আমাদের কাজ হলো এমন অপরাধী নেটওয়ার্ক বন্ধ করা।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com