
ঢাকা, ৫ সেপ্টেম্বর: রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার জানিয়েছে, এ জঘন্য কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে ঘটনাটিকে “অমানবিক ও ঘৃণ্য কাজ” বলে আখ্যায়িত করা হয়। এতে বলা হয়, এটি সামাজিক মূল্যবোধ, আইন ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয় “এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। আইনের শাসন সমুন্নত রাখা এবং জীবন ও মৃত্যুর মর্যাদা রক্ষায় সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয়; দায়ীদের অবশ্যই তাদের কাজের পরিণতি ভোগ করতে হবে।” সরকার সকল নাগরিককে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার নীতি সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে ঘটনাটিকে “অমানবিক ও ঘৃণ্য কাজ” বলে আখ্যায়িত করা হয়। এতে বলা হয়, এটি সামাজিক মূল্যবোধ, আইন ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয় “এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। আইনের শাসন সমুন্নত রাখা এবং জীবন ও মৃত্যুর মর্যাদা রক্ষায় সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয়; দায়ীদের অবশ্যই তাদের কাজের পরিণতি ভোগ করতে হবে।” সরকার সকল নাগরিককে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার নীতি সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।