মাধবপুরে পিয়াইম গণপাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০১:২৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০১:২৬:১৪ অপরাহ্ন
হবিগঞ্জ, ৬ সেপ্টেম্বর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ গ্রাম পিয়াইমে চার বছর আগে প্রতিষ্ঠিত হয় পিয়াইম গণপাঠাগার। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয় পাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মিজবাহ্ উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি মোস্তফা কামাল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুভাষ চন্দ্র দেব।
এছাড়া মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন। বিশেষ অতিথি ছিলেন ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী, শব্দকথা প্রকাশনার সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, বিশিষ্ট সাংবাদিক জামাল মো: আবু নাসের প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো: আবু তাহের। অনুষ্ঠানে ভার্চুয়ালি অস্ট্রেলিয়া থেকে যুক্ত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রদীপ রায়হান।
প্রধান অতিথি ড. সুভাষ চন্দ্র দেব বলেন, “গণতন্ত্র, মূল্যবোধ, নাগরিক দায়িত্ব ও সামাজিক বিভাজন দূরীকরণের মাধ্যমে সুষ্ঠু সংস্কৃতির চর্চা এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পাঠাগারের কার্যক্রম এগিয়ে নিতে হবে। নিয়মিত পাঠক গড়ে তোলার মাধ্যমে এই পাঠাগার জ্ঞানচর্চার সামাজিক আন্দোলনে রূপ নেবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে পাঠাগারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ও আধুনিকায়নের মাধ্যমে বইপড়াকে জাতীয় সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে হবে।"

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com