টাঙ্গাইল শহরে মুখোশধারীদের মধ্যরাতের তাণ্ডব

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০১:০৪:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০১:০৪:১০ পূর্বাহ্ন
টাঙ্গাইল, ৭ সেপ্টেম্বর : টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাঁর বাসভবন “সোনার বাংলা”-য় এ ঘটনা ঘটে। হামলার সময় কাদের সিদ্দিকী নিজেই বাড়িতে অবস্থান করছিলেন।
কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীদের ভাষ্য, রাতের আঁধারে ১৫-২০ জন মুখোশধারী ও হেলমেট পরা দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। তাদের কয়েকজন মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে প্রথমেই কাদের সিদ্দিকীর গাড়িগুলোতে ভাঙচুর চালায়। এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে হামলাকারীরা দেয়াল টপকে পালিয়ে যায়। তবে বাইরে থেকে ইট ছোড়া শুরু করে। এতে বাসভবনের জানালার কাচ ভেঙে যায় এবং দুটি গাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি বাড়ির সামনের একটি গাড়ির গ্লাসসহ যন্ত্রাংশ ভাঙা হয়েছে। দোতলার জানালার কাচও ভেঙে গেছে।” তিনি আরও জানান, পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com