মাধবপুর, (হবিগঞ্জ) ২৩ মে : মাধবপুরে পানির লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুতের তাড়ে জড়িয়ে সন্তোষ সরকার নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার দুর্রগাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্তোষ সরকার ওই গ্রামের কুলেন্দ্র সরকারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য নরোত্তম জানান,মঙ্গলবার সকালে সন্তোষ সরকার সাবেক ইউপি সদস্য তপন সরকারের রুহি নামে ওয়াটার টিটমেন্ট প্লান্টে সকালে কাজ করতে গিয়ে বিদ্যুতের তাড়ে জড়িয়ে মারা গেছেন। মাধবপুর থানার ডিউটি অফিসার এস আই শিবানি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।