দুর্গাপূজায় মদ-গাঁজা চলবে না, ২৪ ঘণ্টা মণ্ডপে নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১১:৫৯:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১১:৫৯:২৬ পূর্বাহ্ন
ছবি : ঢাকা পোস্টের সৌজন্যে

ঢাকা, ৮ সেপ্টেম্বর : শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপ ২৪ ঘণ্টা নিরাপত্তা বাহিনীর নজরদারিতে থাকবে। এর জন্য পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্ত এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর সারাদেশে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, ঢাকায় প্রতিমা বিসর্জন হবে নির্দিষ্ট লাইনে, ধারাবাহিকভাবে একে একে বিসর্জন দেওয়া হবে। সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে এ নিয়ম মেনে চলতে হবে।
এবার পূজা উপলক্ষ্যে আশপাশে কোনো মেলা বসবে না জানিয়ে উপদেষ্টা বলেন, “অনেক সময় এসব মেলায় মদ ও গাঁজার আসর বসে। এ ধরনের আয়োজন একেবারেই করা যাবে না।”
তিনি বলেন, “গতবার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হয়েছিল। এবারও আরও শান্তিপূর্ণভাবে উদযাপন হবে বলে আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষার্থে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি মণ্ডপে দিনে তিনজন ও রাতে চারজন সদস্য দায়িত্বে থাকবেন জানিয়ে উপদেষ্টা বলেন, “আমরা একটি নতুন অ্যাপ চালু করেছি। এর মাধ্যমে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা যাবে এবং ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হবে।”

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com