হ্যামট্রাম্যাকে প্রাইড পতাকা নিষিদ্ধ, বিচারক বললেন বৈধ

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০১:৫৮:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০১:৫৮:৫৭ পূর্বাহ্ন
ডেট্রয়েট, ১০ সেপ্টেম্বর : মেট্রো ডেট্রয়েটের হ্যামট্রামক শহরের সরকারি পতাকা খুঁটিতে LGBTQ+ প্রাইড পতাকা উত্তোলন নিষিদ্ধ করার সিদ্ধান্ত সংবিধান লঙ্ঘন নয় বলে রায় দিয়েছেন মার্কিন জেলা বিচারক ডেভিড লসন।
দুই বছর আগে সিটি কাউন্সিলের ভোটে সরকারি স্থাপনায় কেবল পাঁচটি পতাকা তোলার অনুমতি দেওয়া হয়—মার্কিন পতাকা, মিশিগান পতাকা এবং শহরের আন্তর্জাতিক চরিত্রকে প্রতিনিধিত্বকারী পতাকাসহ। হ্যামট্রামক দীর্ঘদিন ধরেই অভিবাসীবান্ধব শহর হিসেবে পরিচিত।
২০২১ সালের জুন ও ২০২২ সালে প্রাইড পতাকা উত্তোলন করা হয়েছিল, তবে সর্ব-মুসলিম সিটি কাউন্সিলের কয়েকজন সদস্য দাবি করেন, এটি তাদের ধর্মবিশ্বাসের সাথে সাংঘর্ষিক। যদিও শহরের নীতি কেবল সরকারি স্থাপনায় পতাকা উত্তোলন সীমাবদ্ধ করেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাসিন্দাদের ব্যক্তিগত সম্পত্তিতে প্রাইড পতাকা প্রদর্শনে কোনো নিষেধাজ্ঞা নেই।
সমালোচকরা অভিযোগ করেছিলেন, এ সিদ্ধান্ত বাকস্বাধীনতা লঙ্ঘন করছে। তবে বিচারক লসন রায়ে বলেন, শহরের নীতি বৈধ, কারণ এটি কেবল প্রাইড পতাকা নয়, সব ধরনের ব্যক্তিগত পতাকা নিষিদ্ধ করেছে। তিনি মন্তব্য করেন, “হ্যামট্রামকের সমকামী গর্বের পতাকা প্রদর্শনে অস্বীকৃতি সংবিধান লঙ্ঘন করেনি।”
হ্যামট্রামক শহরে প্রায় ২৭,০০০ মানুষের বসবাস। মার্কিন আদমশুমারি ব্যুরো অনুযায়ী, বাসিন্দাদের ৪০ শতাংশেরও বেশি বিদেশে জন্মগ্রহণ করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইয়েমেনি ও বাংলাদেশি বংশোদ্ভূত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যামট্রামকের মেয়র আমের গালিবকে কুয়েতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com