হ্যামট্রাম্যাক, ১১ সেপ্টেম্বর : বাংলা প্রেসক্লাব মিশিগানের সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি সরকারের মা সুপ্রিয়া সরকার আর নেই। গতকাল ১০ সেপ্টেম্বর সিলেটের বাগবাড়ীর নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
সুপ্রিয়া সরকার রেখে গেছেন বড় মেয়ে শক্তি রানী সরকার ও জামাতা আরাধন তালুকদার, বড় ছেলে মৃদুল কান্তি সরকার ও পুত্রবধূ মৌসুমী দত্ত, মেঝো মেয়ে কাকলী রানী দাস ও জামাতা সুবোধ দাস, ছোট মেয়ে শর্মিষ্ঠা সরকার ও জামাতা রাতুল রুদ্র দাস, ছোট ছেলে নির্মলেন্দু সরকার কল্লোল, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী। তিনি শাল্লা উপজেলার আদিত্যপুর গ্রামের দিগেন্দ্র চন্দ্র সরকারের স্ত্রী।
সুপ্রভাত মিশিগানের শোক
বাংলা প্রেসক্লাব মিশিগানের সাংগঠনিক সম্পাদক ও সুপ্রভাত মিশিগান-এর স্টাফ রিপোর্টার মৃদুল কান্তি সরকারের মা সুপ্রিয়া সরকারের মৃত্যুতে সুপ্রভাত মিশিগান পরিবার গভীর শোক প্রকাশ করছে। তাঁর প্রয়াণে আমরা এক অনন্য স্নেহশীল মা, সৎ, ধর্মপ্রাণ ও সমাজনিষ্ঠা সম্পন্ন একজন মহীয়সী নারীকে হারালাম।
আমরা বিশ্বাস করি, সুপ্রিয়া সরকারের শূন্যতা শুধু তাঁর পরিবারের জন্য নয়, পরিচিত মহল ও শুভানুধ্যায়ীদের জন্যও এক অপূরণীয় ক্ষতি। জীবদ্দশায় তিনি যেভাবে পরিবারকে আগলে রেখেছেন এবং সন্তানদের আদর্শ জীবনযাপনে উদ্বুদ্ধ করেছেন তা সবার কাছে অনুসরণীয় হয়ে থাকবে। সুপ্রভাত মিশিগান পরিবারের পক্ষ থেকে আমরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সুপ্রিয়া সরকার রেখে গেছেন বড় মেয়ে শক্তি রানী সরকার ও জামাতা আরাধন তালুকদার, বড় ছেলে মৃদুল কান্তি সরকার ও পুত্রবধূ মৌসুমী দত্ত, মেঝো মেয়ে কাকলী রানী দাস ও জামাতা সুবোধ দাস, ছোট মেয়ে শর্মিষ্ঠা সরকার ও জামাতা রাতুল রুদ্র দাস, ছোট ছেলে নির্মলেন্দু সরকার কল্লোল, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী। তিনি শাল্লা উপজেলার আদিত্যপুর গ্রামের দিগেন্দ্র চন্দ্র সরকারের স্ত্রী।
সুপ্রভাত মিশিগানের শোক
বাংলা প্রেসক্লাব মিশিগানের সাংগঠনিক সম্পাদক ও সুপ্রভাত মিশিগান-এর স্টাফ রিপোর্টার মৃদুল কান্তি সরকারের মা সুপ্রিয়া সরকারের মৃত্যুতে সুপ্রভাত মিশিগান পরিবার গভীর শোক প্রকাশ করছে। তাঁর প্রয়াণে আমরা এক অনন্য স্নেহশীল মা, সৎ, ধর্মপ্রাণ ও সমাজনিষ্ঠা সম্পন্ন একজন মহীয়সী নারীকে হারালাম।
আমরা বিশ্বাস করি, সুপ্রিয়া সরকারের শূন্যতা শুধু তাঁর পরিবারের জন্য নয়, পরিচিত মহল ও শুভানুধ্যায়ীদের জন্যও এক অপূরণীয় ক্ষতি। জীবদ্দশায় তিনি যেভাবে পরিবারকে আগলে রেখেছেন এবং সন্তানদের আদর্শ জীবনযাপনে উদ্বুদ্ধ করেছেন তা সবার কাছে অনুসরণীয় হয়ে থাকবে। সুপ্রভাত মিশিগান পরিবারের পক্ষ থেকে আমরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।