লিজিওনেয়ার্স রোগ শনাক্ত, জিএম ওয়ারেন সেন্টার বন্ধ ঘোষণা

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০১:৩১:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০১:৩১:১০ পূর্বাহ্ন
ওয়ারেন, ১২ সেপ্টেম্বর :  শহরের একটি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেনারেল মোটরস (জিএম)। প্রতিষ্ঠানটির দুই কর্মী লিজিওনেয়ার্স রোগে আক্রান্ত হওয়ার পরীক্ষায় পজিটিভ আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জিএম-এর মুখপাত্র তারা স্টুয়ার্ট কুহেন এক বিবৃতিতে জানান, বুধবার গভীর রাতে ম্যাকম্ব কাউন্টি স্বাস্থ্য বিভাগ সংক্রমণের বিষয়টি কোম্পানিকে অবহিত করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোল ইঞ্জিনিয়ার সেন্টার অন্তত ২২ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, “অতিরিক্ত সতর্কতার কারণে জিএম তাৎক্ষণিকভাবে ভবনটি বন্ধ করার পদক্ষেপ নিয়েছে এবং স্থানটির জন্য ব্যাপক তৃতীয় পক্ষের পরীক্ষার নির্দেশ দিয়েছে।”
ফেডারেল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, লিজিওনেয়ার্স রোগ এক ধরনের নিউমোনিয়া, যা লিজিওনেলা নামক ব্যাকটেরিয়ায় সংক্রমিত কণার সঙ্গে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। সাধারণত এই রোগ ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়ায় না। বরং ঝরনা, সিঙ্ক, হট টাব কিংবা ভবনের হিটিং ও ভেন্টিলেশন সিস্টেমের পানির মাধ্যমে ব্যাকটেরিয়া বিস্তার লাভ করে।
জিএম জানিয়েছে, নিয়মিত ব্যাকটেরিয়া পরীক্ষায় এতদিন কোনো সমস্যা ধরা পড়েনি এবং কোল সেন্টার থেকেই সংক্রমণ ছড়িয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
সিডিসি আরও জানিয়েছে, লিজিওনেয়ার্স রোগের লক্ষণ সাধারণত সংস্পর্শে আসার দুই থেকে ১৪ দিনের মধ্যে প্রকাশ পায়। উপসর্গের মধ্যে কাশি, জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা এবং শ্বাসকষ্ট অন্তর্ভুক্ত। যদিও বেশিরভাগ সুস্থ মানুষ আক্রান্ত হন না, তবে ধূমপায়ী, ৫০ বছরের বেশি বয়সী বা ক্যান্সার, ফুসফুসের রোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি প্রাণঘাতী হতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১০ জনের মধ্যে ১ জন রোগী জটিলতার কারণে মৃত্যুবরণ করেন।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com