চুনারুঘাটের সন্তান আব্দুর রহমান তরফদার হলেন পিএসসির সচিব

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০২:৫৪:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০২:৫৪:৪১ পূর্বাহ্ন
চুনারুঘাট, ১৫ সেপ্টেম্বর: প্রজ্ঞাপন জারির পরও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে যোগ দিতে না পারা মো. আব্দুর রহমান তরফদারকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব পদে পদায়ন করেছে সরকার।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশাধীন অবস্থায়, আব্দুর রহমানকে পিএসসির সচিব পদে পদায়ন করে রোববার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে পিএসসির সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।
এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান ২৮ আগস্ট অবসরোত্তর ছুটিতে যান। ওই দিনই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রম সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে আব্দুর রহমান সেখানে যোগ দেননি। উল্লেখ্য, মো. আব্দুর রহমান তরফদারের বাড়ি চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের চাটপাড়া গ্রামে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com