সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১২:৩৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১২:৩৩:২৪ অপরাহ্ন
সিলেট, ১৫ সেপ্টেম্বর : সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন। সঞ্চালনায় ছিলেন পাওয়ার টেকনোলজির বিভাগীয় প্রধান মোহাম্মদ হাসান আলী ও ইনস্ট্রাক্টর (ননটেক) দেবজাণী তরফদার। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী হাফিজ ফয়জুর রহমান এবং গীতা পাঠ করেন ৪র্থ পর্বের মৌমিক দেব। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেটের সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ইলেকট্রনিকস বিভাগের বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী, পাওয়ার বিভাগের বিভাগীয় প্রধান অমল কৃষ্ণ চক্রবর্তী এবং ননটেক বিভাগের প্রধান গোলাম কিবরিয়া।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন সিভিল বিভাগের শিক্ষার্থী সালেহীন ও ইলেকট্রনিকস বিভাগের জুবায়ের। নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাহসীন আলম ও শাহীনা আক্তার তুলি। এছাড়া অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন শেরপুরের কিয়াম উদ্দিন গাজী ও সিরাজগঞ্জের মো. গফুর খাঁন।
প্রায় ১৩শতাধিক নতুন শিক্ষার্থীকে নিয়ে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সাতটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com