
হবিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দেওপাড়া এলাকায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসচাপায় মা ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিমপাড় গ্রামের কৃষক সৈয়দ আলী মিয়া (৫৫) স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও চার বছরের ছেলে উসমান গনি তোকিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সৈয়দ আলী পার হতে পারলেও স্ত্রী ও সন্তান বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ঘটনায় মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে ও এলাকাবাসী বিক্ষোভ করে। পরে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিমপাড় গ্রামের কৃষক সৈয়দ আলী মিয়া (৫৫) স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও চার বছরের ছেলে উসমান গনি তোকিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সৈয়দ আলী পার হতে পারলেও স্ত্রী ও সন্তান বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ঘটনায় মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে ও এলাকাবাসী বিক্ষোভ করে। পরে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।