হবিগঞ্জে সাংবাদিকের ওপর হামলা প্রমাণিত, রেঞ্জ কর্মকর্তা বরখাস্ত

আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১০:৫৯:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ১০:৫৯:২২ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ), ১৭ সেপ্টেম্বর: হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে কর্মরত রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রশিদ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আবুল কালাম।
গত ১১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, গাছ চুরির সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামুনুর রশিদের সম্পৃক্ততা তদন্তে প্রমাণিত হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলা, সাংবাদিকদের সঙ্গে কটু আচরণ এবং অনিয়মের অভিযোগও তার বিরুদ্ধে ওঠে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে একই মন্ত্রণালয় সাতছড়ি জাতীয় উদ্যানের সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক বদলির নির্দেশ দেয়।
উল্লেখ্য, সম্প্রতি দৈনিক কালবেলার সাংবাদিক মুজাহিদ মসি ও বাংলা টাইমসের সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ টিপু সাতছড়িতে গাছ পাচারের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গেলে বন কর্মকর্তার নেতৃত্বে হামলার শিকার হন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে উল্টো তাদের বিরুদ্ধেই থানায় চাঁদাবাজির মামলা করা হয়। ঘটনা গণমাধ্যমে ব্যাপক প্রচারের পর মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। তদন্তে মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এ ছাড়া এর আগে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চল থেকে সেগুন গাছ পাচারের দৃশ্য ধারণ করায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চার বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়। হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই হবিগঞ্জকে তদন্তের নির্দেশ দেন। মামলা সিআর নং–৭৪৫/২৫ হিসেবে নথিভুক্ত হয়েছে, এবং আগামী ১২ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
সাংবাদিক মুজাহিদ মসি বলেন, “আমরা শুধু সত্য প্রকাশের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ওই কর্মকর্তা ও তার সহকর্মীদের আচরণ ভয়ঙ্কর ছিল। এখন দোষীদের দৃশ্যমান শাস্তি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি।”

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com