সিলেটে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১১:৪০:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ১১:৪০:৪২ পূর্বাহ্ন
সিলেট, ১৭ সেপ্টেম্বর :  নগরের চৌহাট্টা এলাকায় বুধবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ডিগ্রি প্রকৌশলীদের তিনদফা দাবির প্রতিবাদে শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে দেন।
বিক্ষোভে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন যে, কারিগরি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্রকে সংকীর্ণ করার ষড়যন্ত্র চলছে। শিক্ষার্থীদের দাবি, ডিগ্রি প্রকৌশলীদের তিনদফা দাবি অযৌক্তিক এবং এটি সিলেটের ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার হরণ করতে পারে।
তারা সরকারের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত সমস্যা সমাধানে যৌক্তিক নীতি গ্রহণ করতে। এছাড়া, ভবিষ্যতে এমন হুমকি ও অযৌক্তিক দাবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং প্রকৌশল সেক্টরের স্বার্থ রক্ষার জন্য স্থায়ী সমাধান নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানারে তাদের দাবিগুলো প্রকাশ করেন। তারা ডিগ্রি প্রকৌশলীদের তিনদফা দাবি হচ্ছে—
১. সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে কেবল বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ।
২. উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও উচ্চতর ডিগ্রিধারীদের জন্য নিয়োগ পরীক্ষা।
৩. প্রকৌশলী পদবির সুরক্ষা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না—এর জন্য আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্সগুলোকে দ্রুত আইইবি-বিএইটিইর স্বীকৃতির আওতায় আনতে হবে।
এর আগে, এ বছরের এপ্রিল মাসেও ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন। তখন সরকারের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলেও, পুনরায় বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com