নিউইয়র্কে সম্মাননা পেলেন মিশিগানের রিয়েল এস্টেট ইনভেস্টর সাহাব উদ্দিন 

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০১:১৩:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০১:১৩:২৯ অপরাহ্ন
নিউইয়র্ক, ১৮ সেপ্টেম্বর : নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত জমকালো অল কাউন্টি এনআরবি অ্যাওয়ার্ড পেলেন মিশিগানের রিয়েল এস্টেট ইনভেস্টর এমডি সাহাব উদ্দিন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিক তাঁর হাতে এ সম্মাননা তুলে দেয়।
 সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে মিশিগানে রিয়েল এস্টেট খাতে সাফল্যের সঙ্গে ব্যবসা করে আসছেন। পাশাপাশি তিনি কমিউনিটির নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর উপস্থিতি ও ভূমিকা প্রশংসিত হয়েছে।
 অ্যাওয়ার্ড পাওয়ার প্রতিক্রিয়ায় সাহাব উদ্দিন বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, পুরো মিশিগান কমিউনিটির। প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ও সমাজের জন্য কিছু করতে পারা আমার জন্য গর্বের।”
 অনুষ্ঠানে উপস্থিত অনেকে জানান, সাহাব উদ্দিন শুধু একজন সফল ব্যবসায়ী নন, তিনি একজন সামাজিক ও মানবিক নেতা, যিনি সব সময় কমিউনিটির পাশে থাকেন। তাঁর এ সম্মাননা পুরো প্রবাসী সমাজের জন্য এক অনন্য।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com