হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন পুলিশ কমিশনার

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০১:৫৫:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০১:৫৫:৪৩ পূর্বাহ্ন
সিলেট, ১৯ সেপ্টেম্বর: সিলেটের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ট্রাফিক আইন মানার উদ্দীপনা সৃষ্টির জন্য মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী নিজে সড়কে দাঁড়িয়ে হেলমেট পরা বাইকারদের ফুল দিয়ে সম্মান জানান। সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি ও আদর্শ আচরণ উৎসাহিত করতে তিনি এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেন।
পুলিশ কমিশনার বলেন, ব্যাটারি চালিত রিকশা মেট্রোপলিটন এলাকায় অনুমোদিত নয়। এর চালকরা প্রশিক্ষিত নন এবং ট্রাফিক আইন জানেন না। হঠাৎ করে যেকোন জায়গায় বাঁক নেওয়ার কারণে অনেক সময় অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটে। এজন্য ব্যাটারি চালিত অটোরিকশা মেট্রোপলিটন এলাকায় চলবে না। আমাদের প্রধান লক্ষ্য যাত্রী ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, নগরবাসীর ১২ লাখ জনসংখ্যা সবাই যানজট মুক্তি এবং নিরাপদ চলাফেরার আশা রাখেন। এজন্য পুলিশ ফুটপাত হকারমুক্ত রাখার, রাস্তা ও যানজট মুক্ত করার এবং নাগরিকদের নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী যোগ করেন, মোটরসাইকেলে যারা চালক এবং যাত্রী হবেন, তাদের সবার জন্য হেলমেট পরা বাধ্যতামূলক। এটি মূলত তাদের নিজের নিরাপত্তার জন্য।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com