চুনারুঘাট সীমান্তে ৬ বাংলাদেশি আটক

আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১২:০৩:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১২:০৩:১৩ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ), ২০ সেপ্টেম্বর: হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ জন বাংলাদেশিকে আটক করেছে ৫৫ বিজিবি। শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বিওপির টহলদল জাম্বুরাছড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন: শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামে।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য মো. তৌফিক, মো. মিলন ও মো. হাকিম তাদের প্রতি ১০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পৌঁছে দেওয়ার প্রলোভন দিয়েছিল।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, "সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। এ ধরনের অবৈধ প্রবেশ প্রতিরোধে আমরা প্রতিনিয়ত টহল ও অভিযান চালাচ্ছি।"
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com