আটলান্টিক সিটিতে টিম স্মলের সমর্থনে নির্বাচনী সভা

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০২:৫৪:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০২:৫৪:৫৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ২২ সেপ্টেম্বর : নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে কাউন্সিল এট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী সহ টিম স্মলের সমর্থনে প্রবাসী বাংলাদেশিদের এক নির্বাচনী সভা গতকাল রবিবার রাতে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি,  বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বেংগল ক্লাবের নেতৃবৃন্দ সহ কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
মো. শাহরিয়ার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএএসির সভাপতি শহীদ খান, বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বেঙ্গল ক্লাবের সভাপতি রানা কবিরআব্দুর রফিক , জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, বিপ্লব দেব,ফরহাদ সিদ্দীক, সৈয়দ শহীদ, শাহারু চৌধুরী, কুতুবউদ্দীন এমরান, সোহাগ করিম, বেলাল উদ্দীন, বেলাল হোসেন, গিয়াস উদ্দীন পাঠান,
কুতুবউদদীন এমরান, মনির হোসেন, মোঃ আলমগীর, সামসুল ইসলাম শাহজাহান, কাঞ্চন বল, সাব্বির হোসেন ভূঁইয়া, আনজুম জিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের মাধ্যমে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মলের পক্ষে আটলান্টিক সিটিতে জনজোয়ার সৃষ্টি হয়েছে। এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী চার নভেম্বর, মংগলবারের নির্বাচনে টিম স্মলের বিজয় ছিনিয়ে আনতে হবে।
বক্তারা আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী সহ ডেমোক্র্যাট দলের প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মল ও ডেমোক্র্যাট দলের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি নিরলস প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে । 
উল্লেখ‍্য, টিম স্মলের প‍্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লারজ পদে প‍্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক‍্যাশওয়ান ম‍্যাকেনলে ও হালিশা ব্রিজারস প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com