
লেক কাউন্টি, মিশিগান : স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে লেক কাউন্টির বেটসি কে. ম্যাকইনটায়ার (৬৯) কে ২০ থেকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) ২৭তম সার্কিট কোর্টে বিচারক ডেভিড গ্ল্যান্সি এ রায় ঘোষণা করেন। মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “আমি আশা করি এই সাজা ভুক্তভোগীর পরিবারের জন্য অন্তত কিছুটা ন্যায়বিচার বয়ে আনবে।”
গত আগস্টে ম্যাকইনটায়ার দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগে দোষ স্বীকার করেন। সাধারণত এই অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে প্রসিকিউশনের সঙ্গে চুক্তির অংশ হিসেবে তাকে ২০ থেকে ৪০ বছরের সাজা দেওয়া হয়।
লেক কাউন্টি শেরিফের অফিস জানায়, চলতি বছরের ১১ মে ইডেন টাউনশিপে ওয়েস্ট ৯ মাইল রোডের একটি বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। ম্যাকইনটায়ার ৯১১-এ ফোন করে নিজেই স্বামীকে হত্যার কথা স্বীকার করেন এবং দ্রুত সাড়া না পেলে আত্মহত্যার হুমকিও দেন। ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির পেছনের একটি শেডে নিহত স্বামীর মৃতদেহ এবং পাশে ম্যাকইনটায়ারকে জীবিত অবস্থায় পান। তখনই তাকে হেফাজতে নেওয়া হয়।
প্রসঙ্গত, কাউন্টি প্রসিকিউটর গ্রেগ মিক পদত্যাগ করার পর জুন থেকে লেক কাউন্টির প্রসিকিউটরিয়াল কার্যক্রমে সহায়তা করছে অ্যাটর্নি জেনারেলের দপ্তর। নেসেল জানিয়েছেন, শূন্যপদ পূরণ না হওয়া পর্যন্ত কিংবা প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না হওয়া পর্যন্ত তার বিভাগ এ সহযোগিতা অব্যাহত রাখবে।
Source & Photo: http://detroitnews.com
গত আগস্টে ম্যাকইনটায়ার দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগে দোষ স্বীকার করেন। সাধারণত এই অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে প্রসিকিউশনের সঙ্গে চুক্তির অংশ হিসেবে তাকে ২০ থেকে ৪০ বছরের সাজা দেওয়া হয়।
লেক কাউন্টি শেরিফের অফিস জানায়, চলতি বছরের ১১ মে ইডেন টাউনশিপে ওয়েস্ট ৯ মাইল রোডের একটি বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। ম্যাকইনটায়ার ৯১১-এ ফোন করে নিজেই স্বামীকে হত্যার কথা স্বীকার করেন এবং দ্রুত সাড়া না পেলে আত্মহত্যার হুমকিও দেন। ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির পেছনের একটি শেডে নিহত স্বামীর মৃতদেহ এবং পাশে ম্যাকইনটায়ারকে জীবিত অবস্থায় পান। তখনই তাকে হেফাজতে নেওয়া হয়।
প্রসঙ্গত, কাউন্টি প্রসিকিউটর গ্রেগ মিক পদত্যাগ করার পর জুন থেকে লেক কাউন্টির প্রসিকিউটরিয়াল কার্যক্রমে সহায়তা করছে অ্যাটর্নি জেনারেলের দপ্তর। নেসেল জানিয়েছেন, শূন্যপদ পূরণ না হওয়া পর্যন্ত কিংবা প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না হওয়া পর্যন্ত তার বিভাগ এ সহযোগিতা অব্যাহত রাখবে।
Source & Photo: http://detroitnews.com