
ওয়ারেন, ২৮ সেপ্টেম্বর : মিশিগানে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের বর্ণাঢ্য আয়োজন। আনন্দ, ভক্তি আর সংস্কৃতির মিলনমেলায় দেবীপক্ষের সূচনার সাথে সাথে যোগ হচ্ছে সঙ্গীতের অনন্য আবহ। সেই আবহকে আরও রঙিন করে তুলতে আজ রাত ৮টায় অনুষ্ঠিত হবে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে উপস্থিত দর্শকদের মন মাতাবেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী মহুয়া ব্যানার্জী।
গতকাল রাতে মহুয়া ব্যানার্জী মিশিগানে এসে পৌঁছেছেন। আগমনের পর থেকেই তাঁকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, এ ধরনের অনুষ্ঠান শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং প্রবাসী নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির মূল শেকড়ের সঙ্গে যুক্ত রাখার এক অমূল্য সুযোগ।
মহুয়া ব্যানার্জী বাংলা আধুনিক গান, ভক্তিমূলক গান, এবং নজরুলগীতিতে সমানভাবে পারদর্শী। মঞ্চে তাঁর প্রাণবন্ত পরিবেশনা ও কণ্ঠের মায়াবী আবেদন তাঁকে ইতোমধ্যেই ভারতসহ প্রবাসী বাঙালিদের কাছে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে। তাঁর কণ্ঠে নজরুলের বিদ্রোহী সুর কিংবা ভক্তিমূলক আবেগ শ্রোতাদের হৃদয়ে বিশেষভাবে দাগ কাটে।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ সঙ্গীতানুষ্ঠানকে ঘিরে পুরো মিশিগানের বাঙালি সমাজে এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভক্তদের বিশ্বাস, আজকের এই অনুষ্ঠান হবে আনন্দ, আবেগ ও সংস্কৃতির এক মহোৎসব।
গতকাল ষষ্ঠীর সন্ধ্যায় দেবী দুর্গার বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহোৎসবের। বোধন উপললক্ষে মিশিগানের শিব মন্দির প্রাঙ্গণে ভক্ত-অনুরাগীদের ঢল নামে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ছিল এদিনের বিশেষ আকর্ষণ। বোধনের আগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এরপর মঞ্চস্থ হয় বিচিত্রা বহুরূপী গ্রুপ প্রেজেন্টস-এর কমেডি নাটক “মধুরেন সমাপয়েৎ”, যা উপস্থিত দর্শকদের মধ্যে হাসি ও প্রশংসা কুড়িয়েছে।
আয়োজকরা জানান, ষষ্ঠীর বোধন থেকেই মূলত দুর্গাপূজার উৎসবের আবহ শুরু হয়, আর প্রবাসে এমন আয়োজন প্রজন্মের পর প্রজন্মকে বাঙালিয়ানার বন্ধনে যুক্ত করে রাখে।
গতকাল রাতে মহুয়া ব্যানার্জী মিশিগানে এসে পৌঁছেছেন। আগমনের পর থেকেই তাঁকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, এ ধরনের অনুষ্ঠান শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং প্রবাসী নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির মূল শেকড়ের সঙ্গে যুক্ত রাখার এক অমূল্য সুযোগ।
মহুয়া ব্যানার্জী বাংলা আধুনিক গান, ভক্তিমূলক গান, এবং নজরুলগীতিতে সমানভাবে পারদর্শী। মঞ্চে তাঁর প্রাণবন্ত পরিবেশনা ও কণ্ঠের মায়াবী আবেদন তাঁকে ইতোমধ্যেই ভারতসহ প্রবাসী বাঙালিদের কাছে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে। তাঁর কণ্ঠে নজরুলের বিদ্রোহী সুর কিংবা ভক্তিমূলক আবেগ শ্রোতাদের হৃদয়ে বিশেষভাবে দাগ কাটে।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ সঙ্গীতানুষ্ঠানকে ঘিরে পুরো মিশিগানের বাঙালি সমাজে এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভক্তদের বিশ্বাস, আজকের এই অনুষ্ঠান হবে আনন্দ, আবেগ ও সংস্কৃতির এক মহোৎসব।
গতকাল ষষ্ঠীর সন্ধ্যায় দেবী দুর্গার বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহোৎসবের। বোধন উপললক্ষে মিশিগানের শিব মন্দির প্রাঙ্গণে ভক্ত-অনুরাগীদের ঢল নামে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ছিল এদিনের বিশেষ আকর্ষণ। বোধনের আগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এরপর মঞ্চস্থ হয় বিচিত্রা বহুরূপী গ্রুপ প্রেজেন্টস-এর কমেডি নাটক “মধুরেন সমাপয়েৎ”, যা উপস্থিত দর্শকদের মধ্যে হাসি ও প্রশংসা কুড়িয়েছে।
আয়োজকরা জানান, ষষ্ঠীর বোধন থেকেই মূলত দুর্গাপূজার উৎসবের আবহ শুরু হয়, আর প্রবাসে এমন আয়োজন প্রজন্মের পর প্রজন্মকে বাঙালিয়ানার বন্ধনে যুক্ত করে রাখে।