ট্রাক ও গির্জা থেকে বিস্ফোরক ডিভাইস উদ্ধার

গ্র্যান্ড ব্ল্যাঙ্কে গির্জায় হামলা, নিহত ৪

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০১:০২:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০১:০২:৪৬ পূর্বাহ্ন
গ্র্যান্ড ব্ল্যাঙ্কের ম্যাকক্যান্ডলিশ রোডে অবস্থিত ল্যাটার-ডে সেন্টস-এর জেসাস ক্রাইস্ট চার্চে গুলি ও অগ্নিকাণ্ডের পর বার্টনের সেন্টার রোড এবং জেনেসি রোডের মাঝামাঝি আথারটন রোডে অবস্থিত একটি বাড়িতে তদন্ত করছে মিশিগান স্টেট পুলিশ বোমা স্কোয়াড/Katy Kildee, The Detroit News

গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ, ৩০ সেপ্টেম্বর : রবিবার সকালে মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে একটি মরমন গির্জায় ভয়াবহ গুলি ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল ও হামলাকারীর গাড়ি থেকে চারটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস (IED) উদ্ধার করেছে অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (ATF)।
পুলিশ জানিয়েছে, বার্টনের ৪০ বছর বয়সী বাসিন্দা থমাস জ্যাকব স্যানফোর্ড রবিবার সকালে ম্যাকক্যান্ডলিশ রোডের চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস-এ প্রার্থনার সময় তার ট্রাক নিয়ে ঢুকে পড়েন। এরপর তিনি গাড়ি থেকে নেমে একাধিক রাউন্ড গুলি চালান।
এতে ঘটনাস্থলে দশজন আহত হন। দুইজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় এবং পরে ধ্বংসস্তূপ থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। সশস্ত্র অবস্থায় প্রতিক্রিয়াশীল কর্মকর্তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে স্যানফোর্ড নিজেও নিহত হন।
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, গির্জায় অগ্নিকাণ্ডের জন্যও স্যানফোর্ড দায়ী। তদন্তে জানা গেছে, ঘটনাস্থলে পেট্রোল ঢেলে দেওয়া হয়েছিল, যা আগুনের প্রধান জ্বালানি হিসেবে কাজ করেছে। ATF কর্মকর্তারা জানিয়েছেন, স্যানফোর্ডের ট্রাক থেকে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো ছিল “সহজ প্রকৃতির”—বাণিজ্যিক গ্রেডের আতশবাজি টেপ দিয়ে জোড়া লাগানো। যদিও এগুলো সক্রিয় হয়নি, তবে তদন্তকারীরা সতর্কতার সঙ্গে কাজ চালাচ্ছেন।
ATF-এর ডেট্রয়েট ফিল্ড ডিভিশনের বিশেষ এজেন্ট জেমস ডেইর জানান, ঘটনাস্থল ধাপে ধাপে পদ্ধতিগতভাবে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “এ ধরনের ঘটনায় সেকেন্ডারি ডিভাইসের সম্ভাবনা থাকে যা আইনশৃঙ্খলা বাহিনী বা পথচারীদের ক্ষতি করতে পারে। তাই আমরা অত্যন্ত সতর্ক।”
রবিবারই ওয়াশিংটন থেকে পাঠানো হয় ATF-এর ন্যাশনাল রেসপন্স টিম—যা অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলার উচ্চপ্রোফাইল তদন্তে বিশেষজ্ঞ। তদন্তে সহায়তা করছে প্রায় ১০০ জন এফবিআই এজেন্ট ও মিশিগান স্টেট পুলিশের বোমা স্কোয়াড। ঘটনাস্থলে রোবট ও ভারী সরঞ্জামও ব্যবহার করা হয়েছে।
ATF ন্যাশনাল রেসপন্স টিম এ বছরই ১৯ বার এবং ১৯৭৮ সাল থেকে ৯৩৮ বার মোতায়েন হয়েছে। দলটি ১৯৯৫ সালের ওকলাহোমা সিটি বোমা হামলা, ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক পার্ক হামলা এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বর পেন্টাগনে হামলার তদন্তেও অংশ নিয়েছিল।
ডেইর স্থানীয় সম্প্রদায়কে ঘটনাস্থলের আশপাশ এড়িয়ে চলার আহ্বান জানান। সোমবার একজন ব্যক্তি ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। ডেইর বলেন, “আমাদের তদন্তকারীদের নিরাপদ পরিবেশ প্রয়োজন। তারা এখনো ধ্বংসস্তূপ থেকে প্রমাণ সংগ্রহ করছেন।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com