
ওয়ারেন, ৩০ সেপ্টেম্বর : আজ মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহানবমী। গতকাল সোমবার মহাঅষ্টমীর মহোৎসবে ভক্তদের ঢল নামে মন্দির ও পূজামণ্ডপগুলোতে। পূজা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সন্ধিপূজা, যেখানে ১০৮ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দেবীর আরাধনা সম্পন্ন হয়। অঞ্জলির পর ভক্তরা দেবীর চরণে প্রার্থনা নিবেদন করেন।
ভোর থেকে রাত অবধি মিশিগানের নানা শহরে পূজামণ্ডপগুলো ভক্ত ও দর্শনার্থীতে মুখরিত ছিল। দূর-দূরান্ত থেকেও বহু মানুষ আসেন প্রতিমা দর্শনের টানে। মন্দির থেকে মন্দিরে ঘুরে বেড়ান ভক্তরা। প্রতিটি মণ্ডপ যেন এক একটি মিলনমেলা।
আজ মঙ্গলবার মহানবমী। দেবীর পূজা-আর্চনা, সঙ্গীতানুষ্ঠান, আরতি, ধুনুচি নাচ এবং সাংস্কৃতিক পরিবেশনায় ভরে উঠবে পূজামণ্ডপগুলো। নবমীর দিন দেবীর অগ্নিহোম হয়, অগ্নিকে প্রতীক করে সকল দেব-দেবীর উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয়। হিন্দু শাস্ত্রমতে, অগ্নি দেবতা সকল দেবতার যজ্ঞভাগ যথাস্থানে পৌঁছে দেন। অনেকের বিশ্বাস, মহানবমীর দিনই দেবীকে প্রাণভরে দর্শন করার শুভক্ষণ।
পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব এখন শেষ প্রহরে। মণ্ডপে মণ্ডপে বাজতে শুরু করেছে বিদায়ের সুর। আগামীকাল বুধবার বিজয়া দশমী, প্রতিমা নিরঞ্জন ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব। তবে পূজার সমাপ্তির মধ্যেও ভক্তদের হৃদয়ে থেকে যাবে দেবীর শক্তি, সাহস আর আশীর্বাদের অনন্ত বার্তা।
চণ্ডীপাঠ, বোধন ও দেবীর অধিবাসের মধ্য দিয়ে গত ২৭ সেপ্টেম্বর শনিবার শুরু হয়েছিল এবারের দুর্গোৎসব। দেবী দুর্গার আবাহনের সঙ্গে সঙ্গে মিশিগানের প্রবাসী হিন্দু সম্প্রদায় মেতে উঠেছিল মাতৃআরাধনায়। আজ সেই উৎসবের পরিণতি মহানবমীর আবহে, আর কাল বিজয়ার সঙ্গে যুক্ত হবে মিলন ও বেদনার সুর।
ভোর থেকে রাত অবধি মিশিগানের নানা শহরে পূজামণ্ডপগুলো ভক্ত ও দর্শনার্থীতে মুখরিত ছিল। দূর-দূরান্ত থেকেও বহু মানুষ আসেন প্রতিমা দর্শনের টানে। মন্দির থেকে মন্দিরে ঘুরে বেড়ান ভক্তরা। প্রতিটি মণ্ডপ যেন এক একটি মিলনমেলা।
আজ মঙ্গলবার মহানবমী। দেবীর পূজা-আর্চনা, সঙ্গীতানুষ্ঠান, আরতি, ধুনুচি নাচ এবং সাংস্কৃতিক পরিবেশনায় ভরে উঠবে পূজামণ্ডপগুলো। নবমীর দিন দেবীর অগ্নিহোম হয়, অগ্নিকে প্রতীক করে সকল দেব-দেবীর উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয়। হিন্দু শাস্ত্রমতে, অগ্নি দেবতা সকল দেবতার যজ্ঞভাগ যথাস্থানে পৌঁছে দেন। অনেকের বিশ্বাস, মহানবমীর দিনই দেবীকে প্রাণভরে দর্শন করার শুভক্ষণ।
পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব এখন শেষ প্রহরে। মণ্ডপে মণ্ডপে বাজতে শুরু করেছে বিদায়ের সুর। আগামীকাল বুধবার বিজয়া দশমী, প্রতিমা নিরঞ্জন ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব। তবে পূজার সমাপ্তির মধ্যেও ভক্তদের হৃদয়ে থেকে যাবে দেবীর শক্তি, সাহস আর আশীর্বাদের অনন্ত বার্তা।
চণ্ডীপাঠ, বোধন ও দেবীর অধিবাসের মধ্য দিয়ে গত ২৭ সেপ্টেম্বর শনিবার শুরু হয়েছিল এবারের দুর্গোৎসব। দেবী দুর্গার আবাহনের সঙ্গে সঙ্গে মিশিগানের প্রবাসী হিন্দু সম্প্রদায় মেতে উঠেছিল মাতৃআরাধনায়। আজ সেই উৎসবের পরিণতি মহানবমীর আবহে, আর কাল বিজয়ার সঙ্গে যুক্ত হবে মিলন ও বেদনার সুর।