
আটলান্টিক সিটি, ৩০ সেপ্টেম্বর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে উৎসবের আমেজে মহাসপ্তমী পূজা উদযাপিত হয়েছে। আটলান্টিক সিটির ১০৯, উত্তর ফ্লোরিডা এভিনিউর শ্রী শ্রী গীতা সংঘের মন্দিরে ২৯ সেপ্টেম্বর, সোমবার সপ্তমী পূজা শেষে পূজার্থীরা মায়ের উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করেন ।
এবছর দেবী দুর্গা মর্ত্যে আসেন হাতিতে চড়ে, বিদায় নেবেন পালকিতে চড়ে। সপ্তমী পূজার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজা অর্চনা, অঞ্জলি,আরতি,সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরন ইত্যাদি ।
মহাসপ্তমীর রাতে গীতা সংঘের খুদে শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্গোৎসবে উপস্থিত সবাই প্রাণভরে উপভোগ করেন। দুর্গোৎসবের শুরু থেকেই ধূপ ধুনো , ঢোল – করতাল আর উলুধ্বনিতে মুখরিত ছিল মন্দির প্রাংগন।
আবালবৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে দুর্গোৎসব প্রাঙ্গন হয়ে ওঠে শারদোৎসবের রঙে রংগীন। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশে যায় মন্দির প্রাংগণে। তারা সারাক্ষণ মেতে থাকেন আনন্দযজ্ঞে। শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি প্রসেনজিৎ দত্ত ও সাধারণ সম্পাদক স্বরূপ দাশ সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়েছেন।
এবছর দেবী দুর্গা মর্ত্যে আসেন হাতিতে চড়ে, বিদায় নেবেন পালকিতে চড়ে। সপ্তমী পূজার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজা অর্চনা, অঞ্জলি,আরতি,সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরন ইত্যাদি ।
মহাসপ্তমীর রাতে গীতা সংঘের খুদে শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্গোৎসবে উপস্থিত সবাই প্রাণভরে উপভোগ করেন। দুর্গোৎসবের শুরু থেকেই ধূপ ধুনো , ঢোল – করতাল আর উলুধ্বনিতে মুখরিত ছিল মন্দির প্রাংগন।
আবালবৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে দুর্গোৎসব প্রাঙ্গন হয়ে ওঠে শারদোৎসবের রঙে রংগীন। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশে যায় মন্দির প্রাংগণে। তারা সারাক্ষণ মেতে থাকেন আনন্দযজ্ঞে। শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি প্রসেনজিৎ দত্ত ও সাধারণ সম্পাদক স্বরূপ দাশ সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়েছেন।