অ্যাম্বাসেডর ও ব্লু ওয়াটার ব্রিজে যান চলাচল ব্যাহত

কানাডা-মার্কিন প্রবেশ বন্দরে সিস্টেম বিভ্রাট

আপলোড সময় : ০২-১০-২০২৫ ১০:৫৩:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ১০:৫৩:১৮ অপরাহ্ন
ডেট্রয়েট, ২ অক্টোবর : কানাডাগামী বাণিজ্যিক পরিবহনকারীদের জন্য সপ্তাহজুড়ে ভোগান্তি সৃষ্টি করেছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA)-র সিস্টেম বিভ্রাট। বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাম্বাসেডর ব্রিজ ও ব্লু ওয়াটার ব্রিজ উভয় স্থানেই যান চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল এবং পরবর্তীতে সীমিত আকারে চালু হলেও বাণিজ্যিক পরিবহনে মারাত্মক বিলম্ব দেখা দেয়।
সিবিএসএ জানিয়েছে, রবিবার সকালে নিয়মিত রক্ষণাবেক্ষণের পর সিস্টেমে ত্রুটি দেখা দেয়। মঙ্গলবার বিকেলে সমস্যার সমাধান হলেও এর দীর্ঘস্থায়ী প্রভাব বৃহস্পতিবার রাত পর্যন্ত বাণিজ্যিক প্রক্রিয়াকরণে বড় ধরনের জট তৈরি করে।
সংস্থার মুখপাত্র গুইলাম বেরুবে এক ইমেল বিবৃতিতে জানান, “যদিও বিভ্রাট সমাধান হয়েছে, বাণিজ্যিক চালকরা এখনও বিলম্বের মুখে পড়ছেন। কারণ আমরা স্বাভাবিক প্রক্রিয়াকরণে ফিরে আসার পাশাপাশি বিভ্রাটকালীন জমে থাকা অনুরোধগুলিও নিষ্পত্তি করছি। প্রাথমিক পরিদর্শন লেনে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা অংশীদার সংস্থাগুলির সঙ্গে কাজ করছি।”
সবচেয়ে বেশি জট দেখা গেছে মিশিগানের পোর্ট হুরন থেকে অন্টারিওর পয়েন্ট এডওয়ার্ডকে সংযুক্তকারী ব্লু ওয়াটার ব্রিজে। বৃহস্পতিবার রাতে বাণিজ্যিক যানবাহনের জন্য সেখানে অপেক্ষার সময় দাঁড়িয়েছিল সাত ঘণ্টা। তবে যাত্রীবাহী যানবাহনের জন্য কোনো বিলম্ব ছিল না।
অন্যদিকে, ডেট্রয়েট নদীর উপর অবস্থিত অ্যাম্বাসেডর ব্রিজে বাণিজ্যিক যানবাহনের অপেক্ষার সময় ছিল প্রায় দুই ঘণ্টা এবং যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রে প্রায় আধা ঘণ্টা।
মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (CBP) জানিয়েছে, মার্কিন দিকের অ্যাম্বাসেডর ব্রিজে বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো বড় বিলম্ব দেখা যায়নি। তবে ব্লু ওয়াটার ব্রিজের মার্কিন প্রবেশপথে বাণিজ্যিক যানবাহনের গড় অপেক্ষার সময় ছিল প্রায় ২৬ মিনিট। যাত্রীবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচল করছিল।
সীমান্তবর্তী এ বিভ্রাটের ফলে আন্তর্জাতিক বাণিজ্য পরিবহনে উল্লেখযোগ্য ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। যদিও সিবিএসএ আশ্বাস দিয়েছে, দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফেরাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com