আটলান্টিক সিটিতে টিম স্মলের সমর্থনে ব‍্যাপক নির্বাচনী প্রচারণা 

আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:১১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:১১:৩৪ অপরাহ্ন
আটলান্টিক সিটি, ৩ অক্টোবর : নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে কাউন্সিল এট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরীসহ টিম স্মলের সমর্থনে  ব‍্যাপক নির্বাচনী প্রচারণা চলছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি,  বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দের প্রচারণায় অংশগ্রহণের ফলে টিম স্মলের সমর্থনে জনজোয়ার সৃষ্টি হয়েছে ।
টিম স্মলের প্রার্থীরা ভোটারদের সাথে তাদের বাসা-বাড়িতে, দোকানপাট, উপাসনালয়সহ বিভিন্ন জায়গায়  মতবিনিময় করছেনতাঁরা সিটির উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে টিম স্মলের পক্ষে ভোট প্রার্থনা করছেন এবং ভোটারদের কাছ থেকে আশাতীত সাড়াও পাচ্ছেন ।
ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের ফলে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মলের পক্ষে আটলান্টিক সিটিতে জনজোয়ার সৃষ্টি হয়েছে। এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী চার নভেম্বর, মংগলবারের নির্বাচনে টিম স্মলের বিজয় ছিনিয়ে আনার ব্যাপারে কমিউনিটি নেতারা বেশ আশাবাদী ।
আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী সহ ডেমোক্র্যাট দলের প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়ী করার জন্য তাঁরা সবার প্রতি আহ্বান জানাচ্ছেন ।
উল্লেখ‍্য, টিম স্মলের প‍্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লারজ পদে প‍্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক‍্যাশওয়ান ম‍্যাকেনলে ও হালিশা ব্রিজারস প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com