বিএমজেএ সিলেটের অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৬:৪২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৬:৪২:০৫ অপরাহ্ন
সিলেট, ৪ অক্টোবর : বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা আজ শনিবার জিন্দবাজারস্থ কাকলি শপিং সেন্টারের বিএমজেএ কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আমাদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। পেছনের পথ মানেই গর্তের দিকে যাওয়া।” তিনি আরও বলেন, সিলেটসহ বাংলাদেশকে টিকে রাখতে হলে শুধুমাত্র উন্নতির জন্য নয়, বরং টিকে থাকার জন্যও আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ ১৮-২০ কোটি মানুষের ছোট একটি দেশ। আমাদের অর্থনীতি সীমিত, জনঘনত্ব অনেক বেশি। সমৃদ্ধ ও শক্তিশালী দেশগুলো ভুল করলে তা সংশোধনের সুযোগ পায়, কিন্তু আমাদের সেই বিলাসিতার সুযোগ নেই। সামান্য সামাজিক অস্থিরতা বা সামান্য ভুলেরও মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই।”
খন্দকার মুক্তাদির আরও বলেন, “আমরা যে সময়টা পেছনে ফেলে এসেছি, এখন সেই সময়ের ক্ষত পূরণ করে জাতিকে পুনর্গঠনের সময় এসেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে গড়ে তুলতে হবে এবং এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে জনগণ নিজেদের প্রতিফলন দেখতে পাবে। সরকারের বড় বড় সিদ্ধান্তের পেছনে জনসম্মতি থাকতে হবে, মানুষ যেন তা অনুভব করতে পারে।” এসময় তিনি বিএমজেএ’র উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আজকে যেভাবে আপনারা একত্র হয়েছেন, ইনশা আল্লাহ এমন সময় আসবে যখন আপনাদের নিজেদের একটি স্থায়ী কার্যালয় হবে। আপনারা এগুলে আমরাও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএমজেএ প্রতিষ্ঠার পর থেকে তারা শুধু নিজেদের মধ্যে পরিবারের মতো সম্পর্ক গড়ে তোলে নি, বরং নিজেদের পরিবারের সদস্যদেরও সম্পৃক্ত করেছেন। এই আন্তরিক সম্পর্কই তাদের সংগঠনকে দীর্ঘদিন টিকিয়ে রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করেন।
এসোসিয়েশনের সিনিয়র সদস্য দৈনিক ইনকিলাব সিলেট ব্যুরো প্রধান ফয়সল আমীনের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. নুরুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ব্যুারো প্রধান মুকিত রহমানী, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন সভাপতি ফয়সল আহমদ বাবলু, মহানগর বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, ইমজা সিলেটের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন। স্বাগত বক্তব্যে রাখেন এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া রিপোর্টার সুলাইমান আহমদ সোহেল।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সদস্য শাহ মো. কয়েস আহমদ, এমআর টুনু তালুকদার, শাহীন আহমদ, অমিতা সিনহা, হাসান সিকদার সেলিম, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, বাবর জোয়ারদার, মাছুম আহমদ চৌধুরী, রেজওয়ান আহমদ, শাহীন আলম, আশিকুর রহমান রানা, আব্দুল খালিক, তারেক আহমদ, আব্দুল মাজিদ চৌধুরী, জাবেদ এমরান, জয় রায় হিমেল, ফারহান আহমদ চৌধুরী, রাধে মল্লিক তপন, আশরাফুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com