সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১০:৪৫:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১০:৪৫:১৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ, ৬ অক্টোবর: সুনামগঞ্জের ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন। তিনি ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে। নিহত শরীফা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাত বছর আগে শরীফা ও আক্তারের বিয়ে হয়। তাদের ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হওয়ায় শরীফা গত ১২ জুলাই আক্তারকে তালাক দেন।
তালাকের পর গত ৮ সেপ্টেম্বর আক্তার হোসেন ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শরীফার মা, দুই বোনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার সকালে সেই মামলার হাজিরা দিতে শরীফা আদালত প্রাঙ্গণে গেলে, আক্তার হোসেন পিছন থেকে তার পিঠে ছুরিকাঘাত করেন।
পরে গুরুতর আহত অবস্থায় শরীফাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুপুর দেড়টার দিকে সেখানে পৌঁছানোর পর তার মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, “স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তারের মৃত্যু হয়েছে। ঘাতককে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com