সাউথফিল্ডে মহিলাকে গুলি করে হত্যা, তদন্ত শুরু

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১১:১১:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১১:১১:৩৩ পূর্বাহ্ন
সাউথফিল্ড, ৬ অক্টোবর : রবিবার রাতে সাউথফিল্ডে এক মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ১১টা ৪০ মিনিটের দিকে সাউথফিল্ড ও ১৩ মাইল রোডের কাছে ১৮০০০ ব্লকের বেইনব্রিজ ড্রাইভের একটি বাড়িতে গুলি চালানোর খবর পেয়ে পুলিশ ও চিকিৎসকরা ঘটনাস্থলে যান। পুলিশ সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে। চিকিৎসকরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।
তদন্তকারীরা জানিয়েছেন, তারা একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছেন এবং ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ও ভুক্তভোগী একে অপরকে চিনতেন। তবে সোমবার পর্যন্ত কর্তৃপক্ষ এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
গুলি চালানোর ঘটনা বা সন্দেহভাজন সম্পর্কে যাদের কাছে তথ্য রয়েছে, তাদের সাউথফিল্ড পুলিশ বিভাগ (২৪৮) ৭৯৬-৫৫০০ অথবা ক্রাইম স্টপার্স অফ মিশিগান-এর 1-800-SPEAK-UP. নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
মিশিগান রাজ্য পুলিশের সাম্প্রতিক অপরাধ পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে সাউথফিল্ডে একটি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর আগে ২০২২ সালে দুটি, ২০২১ সালে চারটি এবং ২০২০ সালে তিনটি হত্যার ঘটনা ঘটে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com