খরার প্রভাবেই আগেভাগে রঙ বদলাচ্ছে শরতের পাতা

ঠান্ডা ফ্রন্টের প্রভাবে ডেট্রয়েটে বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কা আজ

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১২:১১:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১২:১১:৪৮ পূর্বাহ্ন
ডেট্টয়েট, ৭ অক্টোবর : প্রতিটি জীবনেই যেমন কিছু না কিছু বৃষ্টিপাত অবধারিত, তেমনি মেট্রো ডেট্রয়েটও এর ব্যতিক্রম নয়। জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এলাকাজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে, এর পর আবহাওয়া শুকিয়ে গেলেও নাটকীয়ভাবে ঠান্ডা পড়বে।
পরিষেবার আবহাওয়াবিদরা জানান, ধীরে ধীরে এই অঞ্চলের দিকে অগ্রসর হওয়া এক ঠান্ডা ফ্রন্টের প্রভাবে ডেট্রয়েটসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত ও কয়েকটি বজ্রঝড় হতে পারে। সবচেয়ে শক্তিশালী ঝড় ঘণ্টায় প্রায় ৪৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি আনতে পারে। মঙ্গলবার বিকেলের মধ্যে ফ্রন্টটি সরে যাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে, যার ফলে শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে সপ্তাহের শেষ পর্যন্ত।
আবহাওয়া পরিষেবার তথ্য অনুযায়ী, সোমবার ডেট্রয়েটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৮৪ ডিগ্রি ফারেনহাইট। মঙ্গলবার তা নেমে আসবে ৬১–৭১ ডিগ্রির মধ্যে এবং বুধবার আরও কমে ৫৯–৬৪ ডিগ্রির ঘরে পৌঁছাবে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৬০ থেকে ৬৪ ডিগ্রির মধ্যে। অক্টোবর মাসে ডেট্রয়েটের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৬২ ডিগ্রি। এই মাসে এখনো পর্যন্ত ডেট্রয়েটে কোনো বৃষ্টিপাত হয়নি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ০.৪৪ ইঞ্চি কম। সেপ্টেম্বর মাসে মোট বৃষ্টিপাত হয়েছে ১.৮৭ ইঞ্চি, যা স্বাভাবিকের তুলনায় ১.৭৯ ইঞ্চি কম। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শহরটিতে স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণতা লক্ষ্য করা গেছে। গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৭৭.১ ডিগ্রি এবং গড় তাপমাত্রা ৬২.৫ ডিগ্রি।
মিশিগান স্টেট ইউনিভার্সিটি এক্সটেনশনের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছরের শুষ্ক শরৎ পাতার মৌসুমকে স্বাভাবিকের তুলনায় আগে টেনে এনেছে। তাদের মতে, দীর্ঘদিনের কম আর্দ্রতা এবং তাপমাত্রার ওঠানামা গাছের মধ্যে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে, ফলে পাতার রঙ পরিবর্তন ও ঝরা দ্রুততর হচ্ছে। মার্কিন খরা মনিটরের ১৬ সেপ্টেম্বরের সূচক অনুসারে, মিশিগানের নিম্ন উপদ্বীপের অধিকাংশ এলাকা ‘অস্বাভাবিকভাবে শুষ্ক’ থেকে ‘তীব্র খরা’ পর্যায়ে রয়েছে।
বিশেষজ্ঞদের ভাষায়, “এই বছরের শরতের রঙের ঋতু মূলত গ্রীষ্মের দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার প্রভাবেই আগেভাগে শুরু হয়েছে। গাছপালার আর্দ্রতার ঘাটতি শরতের রঙ ও পাতার বার্ধক্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে।”
Source & Photo: http://detroitnews.com

 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com