জামাত ক্ষমতায় গেলে সংখ্যালঘুরা থাকবে ডিমের কুসুমের মতো নিরাপদ : মাওলানা মুখলিস

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১১:১৮:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১১:১৮:৪২ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ), ৯ অক্টোবর : মাধবপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, হবিগঞ্জ জেলা আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জামাত মনোনীত প্রার্থী কাজী মাওলানা মুখলিসুর রহমান। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মাধবপুরের একটি অভিজাত হোটেলে জামাতে ইসলামী মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা জামাতের সভাপতি মাওলানা আলাউদ্দীন ভূইয়া এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি হাফেজ মোস্তফা কামাল। এতে হবিগঞ্জ জেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলামসহ উপজেলা ও পৌর জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জামাত প্রার্থী কাজী মাওলানা মুখলিসুর রহমান বলেন, “পি.আর. পদ্ধতি কার্যকর হলে এদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান বন্ধ হবে। তাই পি.আর. খুবই প্রয়োজন। তবে পি.আর. না হলেও নির্বাচনে অংশগ্রহণ করব।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের কারণে একদল দেশ ত্যাগ করেছে, আরেক দল ক্ষমতা ছাড়ার আগে চাঁদাবাজি ও নৈরাজ্য চালাচ্ছে। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে কুরআনের আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা ডিমের ভিতরে কুসুমের মতো সুরক্ষিত থাকবে।” অনুষ্ঠানে মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com