যৌন কাজে বাধ্য ও মাদক প্ররোচনার অভিযোগে স্টার্লিং হাইটসের এক ব্যক্তি অভিযুক্ত

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১১:৩৬:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১১:৩৬:৩৩ পূর্বাহ্ন
জ্যাকব মাইকেল নেলসন/Oakland County Jail

স্টার্লিং হাইটস, ৯ অক্টোবর : ওকল্যান্ড কাউন্টি মিশিগানের ওকল্যান্ড কাউন্টিতে স্টার্লিং হাইটসের এক ব্যক্তির বিরুদ্ধে মানব পাচারসহ একাধিক গুরুতর অপরাধে অভিযোগ গঠন করা হয়েছে।
অভিযুক্ত ৩৯ বছর বয়সী জ্যাকব মাইকেল নেলসন মানব পাচার ব্যবসা পরিচালনা, পতিতাবৃত্তি থেকে আয় গ্রহণ এবং পতিতাবৃত্তির উদ্দেশ্যে একজন ব্যক্তিকে পরিবহনের অভিযোগে অভিযুক্ত।
ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটরের অফিস জানিয়েছে, নেলসন তার এক ভুক্তভোগীকে অনলাইনে গ্রাহকদের সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন। আরও অভিযোগ রয়েছে, তিনি ভুক্তভোগীকে অ্যাডেরল ও মেথামফেটামিন সেবনে বাধ্য করতেন যাতে সে দীর্ঘ সময় ধরে একাধিক গ্রাহককে সেবা দিতে পারে। যৌনকর্মে অস্বীকৃতি জানালে তাকে মারধরের অভিযোগও রয়েছে।
এই মামলার বিচার বর্তমানে ট্রয় শহরের ৫২-৪ জেলা আদালতে চলছে।
নেলসনের বিরুদ্ধে আনীত প্রতিটি পতিতাবৃত্তি-সম্পর্কিত অভিযোগে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মানব পাচার ব্যবসা পরিচালনার অভিযোগে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গত নভেম্বরে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে যৌথভাবে মানব পাচারবিরোধী প্রশিক্ষণ শুরু করার পর এটি তাদের ৩৪তম মামলা। ২০২১ সালে মানব পাচার ইউনিট গঠনের পর থেকে এটি ৭৩তম অভিযোগ। এর আগে, প্রায় এক দশকে মাত্র পাঁচটি এমন মামলার অভিযোগ দায়ের হয়েছিল।
ওকল্যান্ড কাউন্টির প্রসিকিউটর কারেন ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, “মানব পাচার আমাদের সমাজে বহুদিন ধরে ছড়িয়ে রয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই পাচারবিরোধী লড়াইকে অগ্রাধিকার দিয়েছি। এখন পাচারকারীরা জবাবদিহির মুখে পড়ছে, আর ভুক্তভোগীরা পাচ্ছেন সহায়তা ও মুক্তির সুযোগ।”
ওকল্যান্ড কাউন্টি জেলের রেকর্ড অনুযায়ী, নেলসনের বিরুদ্ধে পন্টিয়াকে পারিবারিক সহিংসতার একটি বিচারাধীন মামলা রয়েছে। এছাড়া প্রবেশন লঙ্ঘনের অভিযোগে ওকল্যান্ড কাউন্টি সার্কিট কোর্টেও মামলা চলছে।  আদালতের রেকর্ড দেখায় যে তার অপরাধমূলক ইতিহাসে পারিবারিক সহিংসতা, হামলা এবং যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপের জন্য দোষী সাব্যস্ত হওয়ার অভিযোগ রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com