‘দ্য মিউল’-এর অনুপ্রেরণা সেই মাদকচক্রের সহযোগী ফের গ্রেপ্তার

আপলোড সময় : ১০-১০-২০২৫ ০২:০১:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৫ ০২:০১:৪৩ পূর্বাহ্ন
ডেট্রয়েট, ১০ অক্টোবর : ৮৭ বছর বয়সী মাদক কুরিয়ার লিও শার্পের সঙ্গে জড়িত কুখ্যাত মাদকচক্রের অন্যতম সদস্য ডেভিড জুরাডো আবারও আইনের জালে ধরা পড়েছেন। ৪৪ বছর বয়সী এই ব্যক্তি এবার অভিযুক্ত হয়েছেন চুরি করা অটোমোবাইল যন্ত্রাংশ পাচার এবং যানবাহনের ভিআইএন নম্বর জাল করার অভিযোগে।
ফেডারেল তদন্তকারীরা জানিয়েছেন, জুরাডো ডেট্রয়েটের মেক্সিকানটাউনের কাছে অবস্থিত ৩১৩ সাউথওয়েস্ট অটো নামে একটি ব্যবসার মালিক ছিলেন, যা “চপ শপ” বা চুরি করা গাড়ির যন্ত্রাংশ বিক্রির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। মে মাসে ওই ব্যবসায় অভিযানের সময় কর্মকর্তারা একটি চুরি করা ক্যাডিলাক, সাতটি গাড়ির যন্ত্রাংশ ও জাল ভিআইএন স্টিকার উদ্ধার করেন। বর্ডার পেট্রোল এজেন্ট অ্যান্ড্রু হোয়াইট এক হলফনামায় লিখেছেন, “আমার বিশ্বাস এই চুরি করা যন্ত্রাংশ ও জাল ভিআইএন নম্বরগুলি একটি বৃহত্তর প্রতারণা চক্রের অংশ।”
জুরাডো আগে ২০০৮–২০১২ সাল পর্যন্ত ১৫০ কিলোগ্রামেরও বেশি কোকেন এবং ৩০,০০০ কিলোগ্রাম গাঁজা পাচারের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। সরকাররের মতে, তিনি মেক্সিকোর সিনালোয়া কার্টেলের নেতা জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমানের সহযোগীদের সঙ্গে কাজ করতেন। সেই সময়ের ঘটনাই পরে হলিউড পরিচালক ক্লিন্ট ইস্টউড নির্মিত “The Mule (2018)” চলচ্চিত্রের প্রেরণা হয়ে ওঠে, যেখানে ৮৭ বছর বয়সী লিও শার্পকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মাদক বাহক হিসেবে দেখানো হয়।
নতুন মামলায় জুরাডোর বিরুদ্ধে চারটি ফেডারেল অভিযোগ আনা হয়েছে- চোরাচালান, যানবাহন ও যন্ত্রাংশ পাচার, ভিআইএন পরিবর্তন এবং বেআইনি আমদানিতে সহায়তা করা। এর মধ্যে চোরাচালানের অভিযোগে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। জুরাডোর আইনজীবী ডোরেইড এল্ডার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com