ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন  ভেনেজুয়েলার মারিয়া কোরিনা 

আপলোড সময় : ১০-১০-২০২৫ ১২:০৬:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৫ ১২:০৬:৫২ অপরাহ্ন
নিউইয়র্ক, ১০ অক্টোবর : অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটল। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়, এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।
ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধার ও নাগরিক স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসা এই নারীকে ‘অসাধারণ নাগরিক সাহসিকতার প্রতীক’ আখ্যা দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
কমিটির বিবৃতিতে বলা হয়, “২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার যাচ্ছে এমন এক সাহসী ও নিবেদিতপ্রাণ শান্তির দূতের হাতে এক নারীর হাতে, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মাঝেও গণতন্ত্রের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন।”
মাচাদো বর্তমানে ভেনেজুয়েলার বিরোধী জোট ডেমোক্রেটিক ফোর্সেস-এর নেতা। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও স্বৈরাচারের বিরুদ্ধে তিনি দেশটির বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একসময় বিভক্ত সেই রাজনৈতিক শিবির আজ তার নেতৃত্বে অবাধ নির্বাচন ও প্রতিনিধিত্বমূলক সরকারের দাবিতে একত্রিত হয়েছে।
গত বছরও মাচাদো ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার ‘সাখারভ পুরস্কার’ অর্জন করেছিলেন। ইউরোপীয় পার্লামেন্ট তখন বলেছিল, “তারা সেই জনগণকে প্রতিনিধিত্ব করছেন যারা স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছেন।”

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com