মেডিকেড প্রতারণায় অভিযুক্ত তিন মেট্রো ডেট্রয়েটবাসী

আপলোড সময় : ১০-১০-২০২৫ ১২:২১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৫ ১২:২১:০৩ অপরাহ্ন
ডেট্রয়েট, ১০ অক্টোবর : মেডিকেডের মাধ্যমে মিথ্যা মাইলেজ পরিশোধ দাবি করে প্রতারণার অভিযোগে তিন মেট্রো ডেট্রয়েটবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে মিশিগান অ্যাটর্নি জেনারেলের অফিস।
অভিযুক্তরা হলেন ইঙ্কস্টারের ৫১ বছর বয়সী বার্নিস মেরি পেটকে, টেলরের ৫৫ বছর বয়সী ওয়ান্ডা রোজ স্পাইভে, এবং ডেট্রয়েটের ৩৪ বছর বয়সী অ্যাশলে এলিজা মেন্ডোজা।
রাজ্য কর্মকর্তারা জানান, তিনজনই মেডিকেড পরিবহন কর্মসূচির আওতায় ভুয়া দাবি জমা দিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীদের চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টে যাতায়াতের জন্য মাইলেজ অনুযায়ী পরিশোধ দেওয়া হয়। বার্নিস মেরি পেটকে বুধবার পূর্ব ল্যান্সিংয়ের ৫৪-বি জেলা আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা মেডিকেড দাবি করার ১০টি অভিযোগ আনা হয়েছে, প্রতিটি অভিযোগে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। অন্য দুই আসামি ওয়ান্ডা রোজ স্পাইভে এবং অ্যাশলে এলিজা মেন্ডোজা সোমবার একই আদালতে হাজির হন। তাদের প্রত্যেকের বিরুদ্ধেও মিথ্যা দাবি করার পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। বিচারক তিনজনের জন্যই ৫০ হাজার ডলারের বন্ড নির্ধারণ করেছেন এবং ১০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আদালতের রেকর্ডে এখনো তাদের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি।
তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, অভিযুক্তরা তাদের স্মার্টফোনে ব্যবহৃত একটি ভুয়া অ্যাপের মাধ্যমে এমনভাবে তথ্য প্রেরণ করতেন যাতে মনে হয় তারা চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টের জন্য ভ্রমণ করছেন। এরপর সেই তথ্যানুযায়ী ক্ষতিপূরণের দাবি জমা দিতেন, অথচ বাস্তবে কোনো যাত্রা সম্পন্ন হতো না। মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের অফিস (OIG) প্রথমে প্রতারণার এই কৌশলটি শনাক্ত করে এবং পরবর্তীতে মামলা হস্তান্তর করে অ্যাটর্নি জেনারেলের অফিসে।
এক বিবৃতিতে মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল বলেন, “প্রয়োজনীয়দের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পেতে সহায়তা করার জন্য তৈরি একটি প্রোগ্রামের সুযোগ নেওয়া দুঃখজনক। এই মামলায় ডিএইচএইচএস ইন্সপেক্টর জেনারেলের অফিসের কাজের প্রশংসা করছি। এটি একটি সক্রিয় তদন্ত অব্যাহত রয়েছে এবং আমার অফিস এই আচরণে জড়িতদের জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
কর্তৃপক্ষ জানিয়েছে, মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনে আরও অভিযুক্ত যোগ হতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com