ডেট্রয়েটে মহানবী (সা.)-এর শানে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-১০-২০২৫ ১০:৩৯:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ১০:৩৯:৫৭ অপরাহ্ন
ডেট্রয়েট, ১২ অক্টোবর : ইসলামিক সেন্টার অব নর্থ ডেট্রয়েট ও আল কুরআন একাডেমির উদ্যোগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শানে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ডেট্রয়েটের আল ফালাহ অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন আল কুরআন একাডেমির প্রেসিডেন্ট কোরবান সানী চৌধুরী এবং সঞ্চালনা করেন প্রিন্সিপাল মাওলানা খায়রুল হাসান রফিক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ সিরাতুন নবী (সা.)-এর বিভিন্ন দিক তুলে ধরে মূল আলোচনা পেশ করেন।
প্রধান অতিথি বলেন, রাসুলুল্লাহ (সা:) এর আদর্শ মানুষের চিন্তা, চেতনা ও জীবনবোধে অনন্য এক পরিশুদ্ধতা আনে। তিনি আমাদের শিখিয়েছেন সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, সহনশীলতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে কেমন করে একজন মানুষ প্রকৃত অর্থে পরিপূর্ণ হতে পারে। যে মানুষ তাঁর শিক্ষা অনুসরণ করে, তার মন থেকে দূর হয় কলুষতা, অসততা, লোভ আর অন্যায়বোধ। সে পরিণত হয় এক শান্ত, নির্মল ও আলোকিত চরিত্রে। রাসুলুল্লাহ (সা:) আমাদের দেখিয়েছেন মানবতার শ্রেষ্ঠ উদাহরণ কেমন হতে পারে, কীভাবে ন্যায় ও সত্যের পথে অটল থাকা যায়, এবং কীভাবে শত্রুকেও ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে জয় করা যায়। কোরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।”  অতএব, যদি আমরা সমাজে শান্তি, ভালোবাসা ও ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তবে রাসুলুল্লাহ (সা:) এর জীবন থেকেই আমাদের নিতে হবে অনুপ্রেরণা। তাঁর আদর্শই মানবতার প্রকৃত দিশারী, আর তাঁর পথ অনুসরণেই নিহিত আছে পৃথিবীর শান্তি ও পরকালীন মুক্তি।

সিরাত কনফারেন্সে তিলাওয়াত করেন ইশতিয়াক আজাদ। রাসুলের শানে নাত পরিবেশন করেন মিশিগানের রেনেসাঁস কালচারাল গ্রুপের শিল্পীবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম আব্দুল লতিফ আজম, ইমাম হাফেজ রায়হান উদ্দিন, ইমাম হাফেজ আব্দুল বাছিত চৌধুরী প্রমুখ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com