ডা. দেবাশীষ মৃধার নেতৃত্বে গঠিত বইমেলা আহ্বায়ক কমিটি

মিশিগানে এক মঞ্চে বই, শিল্প ও সংগীতের মিলনমেলা

আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০১:০৯:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০১:০৯:৩৩ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৪ অক্টোবর : বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে যুক্তরাষ্ট্রে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে আগামী ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে “প্রথম মিশিগান বইমেলা ২০২৫”।
এ উপলক্ষে রোববার বিকেলে ওয়ারেন সিটির ১১৭০১ ইস্ট টুয়েলভ মাইল রোডে অবস্থিত আনন্দ মঞ্চে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের আহ্বায়ক ডা. দেবাশীষ মৃধা, এবং সভা পরিচালনা করেন মৃদুল কান্তি সরকার।
দীর্ঘ আলোচনার পর গঠন করা হয় বইমেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, যেখানে যুক্ত হয়েছেন একঝাঁক প্রবাসী সাহিত্যপ্রেমী, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সর্বসম্মতিক্রমে ডা. দেবাশীষ মৃধা আহ্বায়ক এবং মৃদুল কান্তি সরকার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চিনু মৃধা, চিন্ময় আচার্য্য ও ইশতিয়াক রুপু আহমেদ।
সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন : অনন্ত সাইফ, অলক চৌধুরী, কমলেন্দু পাল, রসি এ মীর, পূর্ণেন্দু চক্রবর্তী অপু, জাহেদ জিয়া, আবির আই, শারমিন তানিম, কামরুজ্জামান হেলাল, ফয়সল আহমেদ মুন্না, তোফায়েল রেজা সুহেল, সাহেল আহমেদ, মৌসুমী দত্ত, রাজশ্রী চৌধুরী গৌরব, গৌতম সিকদার, মানবী মৃধা এবং মৌসুমী চক্রবর্তী।
সভায় বইমেলার সামগ্রিক কাঠামো, প্রকাশনা স্টল বিন্যাস, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোর প্রতিযোগিতা, সাহিত্য আসর, নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সকলেই একমত হন, ১ম মিশিগান বইমেলা ২০২৫ হবে উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতির জন্য একটি ঐতিহাসিক আয়োজন। এখানে বই, শিল্প, সংগীত এবং প্রবাসী প্রজন্মের ভালোবাসা মিলবে এক মঞ্চে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com