হ্যামট্রাম্যাক সিটিতে গণসংবর্ধনা ২৫ অক্টোবর

মিশিগান আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০২:৫১:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০২:৫৬:৩০ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক, ১৬ অক্টোবর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফরে আসছেন। তার আগমন উপলক্ষে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হ্যামট্রাম্যাক সিটির গেইট অব কলাম্বাসে এক গণসংবর্ধনা আয়োজন করা হয়েছে।
ডা. শফিকুর রহমান ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র সফরে আসবেন। জানা গেছে, তিনি ১৮ অক্টোবর রাত ঢাকা ত্যাগ করবেন এবং সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ শেষে তিনি ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন। তার সফর চলবে ১৮ থেকে ৩১ অক্টোবর, এবং তিনি ১ নভেম্বর দেশে ফেরার সূচি রয়েছে।
সফরের সময় তিনি নিউইয়র্ক ও মিশিগানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। জানা গেছে, এই কর্মসূচিগুলি বিভিন্ন সংগঠনের নামে আয়োজন করা হচ্ছে, জামায়াতের ব্যানারে কোনো সরাসরি অনুষ্ঠান নেই।
এই সফরকে কেন্দ্র করে প্রবাসী সম্প্রদায়ের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কারণ ডা. শফিকুর রহমানের আগমন প্রবাসীদের সাথে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com