মৌলভীবাজারে সড়ক সংস্কার ও চারলেনের দাবিতে মানববন্ধন, লন্ডনে সমাবেশ

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০২:৩৭:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০২:৩৭:৩৪ পূর্বাহ্ন
মৌলভীবাজার, ১৭ অক্টোবর : মৌলভীবাজারে উন্নয়ন বৈষম্য‘র অবসান সহ মহাসড়ক সংস্কার ও চারলেনে উন্নীতকরন এবং শমসেরনগর বিমানবন্দর চালু এবং মৌলভীবাজার জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ চার দফা দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় মৌলভীবাজার  শহরের চৌমুহনায় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতিতে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি সফলভাবে  অনুষ্ঠিত হয়েছে। 
সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের আহবায়ক মাওলানা আহমদ বিলাল এর সভাপতিত্বে এবং সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু,ও যুগ্ম সচিব এম মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি  খালেদ চৌধুরী, প্রবীন আলেম আলেম মাওলানা জামিল আনসারী, সমাজসেবক সিরাজ সিদ্দিকী, জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, শানে সাহাবা জাতীয় ফাউন্ডেশনের মকবুল হোসেন খান, দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা এনামুল হক, সমাজসেবক গোলাম মাওলা আহাদ, শহর আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুল গাফফার, ছাত্র সমন্বয়ক শাহ মিছবাহ, হাফেজ আবুল হায়াত ফরহাদ মর্দানি সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অনতিবিলম্বে বৃহত্তর সিলেটের সড়ক ও রেল যোগাযোগের দন্যদশা দূর করার আহ্বান জানান।
এদিকে উন্নয়ন বৈষম্য‘র অবসান সহ  মহাসড়ক সংস্কার ও মিরপুর-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট সড়ককে চারলেনে উন্নীতকরন এবং মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও শমসেরনগর বিমানবন্দর চালু সহ মৌলভীবাজার জেলার উন্নয়নে ১০ দফা দাবিতে বৃটেনের কমিউনিটি সেন্টারে  গত ১৫ অক্টোবর  বুধবার লন্ডন সময় দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ শাফি কাদির এর পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
এতে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, ইউনিটি অব মৌলভীবাজার এর প্রেসিডেন্ট আব্দুর রুউফ তালুকদার ও সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান, ও ট্র্বেজারার এ বি রুনেল, এবং কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল হক মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
দেশের অর্থনীতিতে ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলাবাসীর যথেষ্ট অবদান রয়েছে। সবদিকে জেলাবাসী এগিয়ে আছে। আমাদের প্রতি সরকার উন্নয়ন বৈষম্য করছে। এর অবসান প্রয়োজন বলে উল্লেখ করে বক্তারা বলেন উন্নয়নে পিছিয়ে পড়া মৌলভীবাজার জেলার মানুষ। তথা এই জনপদের অধিকাংশ রাস্তাঘাটের বেহাল অবস্থা দীর্ঘদিনের। বর্তমানে জেলা সদরের গ্রামীণ অধিকাংশ সড়কগুলো যান চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। ভাঙাচোরা সড়কে চলতে হয় যাত্রীদের। হচ্ছেনা সড়ক সংস্কার। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। কিন্তু প্রতিকার চাওয়ার কেউ নেই। 
ইতিমধ্যে ঢাকাগামী দূরপাল্লার বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের ভয়ের অন্যতম কারণ হচ্ছে দীর্ঘ যানজট। গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট এই মহাসড়কটির বেহাল অবস্থার কারণে অন্তত ৫ কিলোমিটারের ভয়াবহ যানজটের কবলে জরুরী প্রয়োজনে ঢাকাগামী যাত্রীদের পরতে হচ্ছে। ৫ ঘন্টার যাত্রাপথ কখনো কখনো ১৫ থেকে ১৬ ঘন্টা লেগে যাচ্ছে।  তাই  চাপ বাড়ছে ট্রেন ভ্রমণে। টিকেট কালো বাজারি সিন্ডিকেটের কারণে ট্রেনের টিকিটও এখন সোনার হরিণ। 
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট  মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিগত সরকারের মতো  অন্তর্বর্তী সরকারও মৌলভীবাজার সহ পুরো সিলেটের জনগণের সাথে উন্নয়ন বৈষম্য করছে বলে উল্লেখ করে বক্তারা এই  উন্নয়ন বৈষম্য‘র অবসান সহ অবিলম্বে ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীত সহ দ্রুত  সংস্কার কাজ সম্পন্ন করা ও মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ অন্যান্য দাবি দাওয়া বাস্তবায়নের জন্য উভয় মিটিং থেকে বক্তারা জোর দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com