প্রথম কলকাতার প্রতিষ্ঠাতা সুব্রত আচার্য মিশিগান আসছেন ২০ অক্টোবর

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০২:৩০:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০২:৩০:১৭ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৮ অক্টোবর : পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমে সুব্রত আচার্য একটি উজ্জ্বল নাম। তাঁর নেতৃত্বে ‘প্রথম কলকাতা’ আজ শুধু একটি সংবাদ চ্যানেল নয়, বরং সত্য সন্ধানের এক সজীব দিগন্ত। সমাজ, সংস্কৃতি ও মানবজীবনের নানা অনুচ্ছেদকে আলোকিত করার তাঁর নিরন্তর প্রচেষ্টা তাঁকে সাংবাদিকতার বিশ্বস্ত কণ্ঠে পরিণত করেছে।
এই খ্যাতিমান সাংবাদিক ও উদ্যোক্তা আগামী ২০ অক্টোবর সোমবার মিশিগানে পৌঁছাবেন। দুই দিনের সংক্ষিপ্ত সফরে তিনি প্রবাসী সংবাদকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া স্থানীয় হিন্দু মন্দির পরিদর্শন এবং মঙ্গলবার বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা ও তাঁর সহধর্মিনী চিনু মৃধা-র সঙ্গে সাক্ষাতও তাঁর কর্মসূচির অংশ।
সুব্রত আচার্যের যাত্রা শুরু হয়েছিল সংবাদমাধ্যমের মাঠপর্যায়ে। ‘দ্য ডেইলি স্টার’–এর কলকাতা ব্যুরোতে স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে দীর্ঘদিন কাজ করে তিনি বাংলাদেশ ও ভারতের যোগাযোগ সেতুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো-তে দায়িত্ব পালন করেছেন। কলকাতার প্রভাবশালী দৈনিক সংবাদ প্রতিদিন–এর সাথেও তিনি যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ‘সময় নিউজ টিভি’–এর কলকাতা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সংবাদ চ্যানেল ‘প্রথম কলকাতা’, যা অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করেছে। তিনি সংবাদকে কেবল পেশা হিসেবে দেখেন না; সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার হিসেবেও গ্রহণ করেন। সমসাময়িক রাজনীতি, সামাজিক বৈষম্য এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশ নিয়ে তাঁর বিশ্লেষণ সংবাদপেশায় নতুন দৃষ্টিকোণ প্রদান করে।
মিশিগান সফরে সুব্রত আচার্য সাংবাদিকতা, সংস্কৃতি ও প্রবাসী জীবনের নানা বিষয় জানতে আগ্রহী। তাঁর এই সফর নিঃসন্দেহে প্রবাসী সমাজে সাংবাদিকতার মূল্যবোধ নিয়ে নতুন অনুপ্রেরণা যোগাবে। এক অর্থে এটি শুধু ব্যক্তিগত সফর নয়; এটি দুই ভূগোল ও সংস্কৃতির মিলনসেতু, যেখানে সাংবাদিকতার আলো, মানবিকতার আহ্বান এবং প্রবাসী বাঙালির আত্মপরিচয় একত্রিত হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com