আজ শ্যামাপূজা ও দীপাবলি

আপলোড সময় : ২০-১০-২০২৫ ১০:২০:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৫ ১০:২০:১৭ পূর্বাহ্ন
ওয়ারেন, ২০ অক্টোবর : দুর্গোৎসবের পর সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলি উৎসব আজ। ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের।
পুরাণ মতে, অন্যায়-অত্যাচার দূর করতেই মা কালীর মর্ত্যে আগমন। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা দিতে আসেন দেবী। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পুজো বা কালী পুজো অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক।   
মিশিগানের হিন্দু সম্প্রদায় আজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করবে। রাতে মন্দিরে মন্দিরে শ্যামা দেবীর পূজা অনুষ্ঠিত হবে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
দীপাবলি উৎসবও আজ। ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের। দীপাবলী- আলোর উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলী। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এ উৎসব উদযাপন করা হয়।  দীপাবলি হচ্ছে শ্যামা পূজার অন্যতম আকর্ষণ। দীপাবলি শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, শিখ এবং জৈন ধর্মাবলম্বীদেরও অনুষ্ঠান। দীপাবলির দিনে কালী পূজা হয়-তাই দীপাবলি আর কালী পূজা একইসূত্রে গাঁথা।
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি মিশিগানে রাজ্যের ডেট্রয়েট, ওয়ারেন, ট্রয়, ক্যান্টন, পন্টিয়াকসহ বিভিন্ন সিটিতে সাড়ম্বরে উদযাপিত করবে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে পূজা, অঞ্জলি প্রদান, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফায়ার ওয়াকর্স। 
শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে শিব মন্দির টেম্পল অব জয়ে দুইদিন ব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির প্রথম দিন আজ সোমবার, (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পূজা, রাত ৭টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি, রাত ৮ টায়  ক্যালিফোর্নিয়া থেকে আগত স্বামী শুভানন্দ মহারাজ 
ভক্তিমূলক সংগীত পরিবেশন  এবং আরতি পরিচালনা করবেন। প্রসাদ বিতরণ হবে রাত ৮টা ৩০ মিনিটে। দ্বিতীয় দিন, রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় পূজা, ৭টা ৪৫ মিনিটে পুষ্পাঞ্জলি, রাত সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮টায় নাটক ‘দড়ির খেলা’ পরিবেশিত হবে। সবশেষে অনুষ্ঠিত হবে প্রসাদ বিতরণ।
এছাড়া মিশিগান কালীবাড়িতে তিথি অনুযায়ী আজ সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে শ্রীশ্রী কালীপূজা।
ডেট্রয়েট দুর্গা টেম্পল-এ আজ সোমবার সন্ধ্যা ৬টায় পূজা, রাত ৭টা ৩০ মিনিটে দীপাবলী ও আলোকসজ্জা, রাত ৮টায় অঞ্জলি প্রদান, রাত সাড়ে ৮টায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান এবং রাত ৯টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণের আয়োজন রয়েছে।
এদিকে রাধাকৃষ্ণ টেম্পল-এ রাত ৭টায় পূজা, ৮টায় পুষ্পাঞ্জলি এবং রাত সাড়ে ৮টায় প্রসাদ বিতরণ কর্মসূচি নির্ধারিত হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com