মিশিগানে সংবর্ধিত হলেন গোয়াইনঘাটের সমাজসেবী হাজি ওসমান গনি

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৩:৩৪:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৩:৩৪:৩৮ অপরাহ্ন
ওয়ারেন, ২২ অক্টোবর : গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ হতে মিশিগানে সফররত সিলেট জেলা বিনপির উপদেষ্টা, দশগাঁও নোয়াগাঁও উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী হাজি ওসমান গনির সম্মানে এক সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্টিত হয়েছে। গত রবিবার রাতে ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে  সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম বদরুলের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তরিক উদ্দিন। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অফিস সম্পাদক মোঃ আশরাফুল আমিন।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, অধ্যাপক মোঃ আমিনুল হক, আব্দুস সালাম, মনাফ আহমেদ বাবুল, প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী, কোম্পানীগঞ্জ সমিতি মিশিগানের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রকিব ও কমিউনিটি ব্যাক্তিত্ব মুর্শেদ আহমেদ, মোঃ আব্দুল লতিফ বাবুল, মোঃ রমিজ উদ্দিন, সাংবাদিক শফিকুর রহমান, জয়নাল উদ্দিন, মোঃ কামাল আবেদীন, মফিজুর রহমান, রসেন্দ্র কুমার দাশ,আব্দুল মালিক, আব্দুল হক, ইফতেখার হেলাল,মোঃ হেলাল আবেদীন, মোঃ আব্দুল খালিক, কয়েস আহমেদ,বেলাল উদ্দিন মাষ্টার, প্রভাষক আলিম উদ্দিন, মোঃ সোয়াইব, আলিম আহমেদ, আবুল হাসনাত রতন ও দিলওয়ার হোসেন প্রমুখ।
সংবর্ধিত অতিথি মাষ্টার হাজি ওসমান গনি তার বক্তব্যে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান গোয়াইনঘাটবাসীর প্রকৃত এম্বাসেডর হিসেবে কাজ করছে।
বক্তারা মাষ্টার হাজী ওসমান গনির দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বলেন, তিনি একজন সরল এবং সাদামাটা মানুষ। বিশেষ করে শিক্ষা খাতে এবং গোয়াইনঘাটের সামাজিক উন্নয়নে তার দীর্ঘ অবদানের জন্য সকলেই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিতরা মাষ্টার হাজী ওসমান গনির সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেন।
গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে সংবর্ধিত অতিথির সম্মানে ক্রেস্ট এবং সভাপতি মোঃ নজরুল ইসলাম বদরুলের সৌজন্যে উপহার প্রদান করা হয়। এছাড়া অন্যান্য সংগঠনের মধ্যে মিশিগানে গোয়াইনঘাট বিএনপি পরিবারের পক্ষ থেকেও তাকে বিশেষ উপহার প্রদান করা হয়। একই সঙ্গে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টি ও গোয়াইনঘাট সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম জয়নাল, মোঃ আরিফুর রহমান, মোঃ জালাল আবেদীন, রানু আহমেদ, সালমান আহমেদ, মোঃ মুসা, জাহাঙ্গীর আলম, মোঃ ফাহিম, জাকির আহমেদ এবং ফকরুল খান প্রমুখ।  
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com