নানিয়ারচর সেনা জোনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৩:৫৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৩:৫৬:৩২ অপরাহ্ন
নানিয়ারচর, (রাঙ্গামাটি)  ২২ অক্টোবর : আজ বুধবার নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল) এর তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন জাহানাতলী উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ের জনগণের পাশে সবসময় দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কর্মসূচিতে নানিয়ারচর জোনের বাকছড়ি ও জাহানাতলী এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোর এবং প্রবীণরা চিকিৎসা সেবা গ্রহণের জন্য উপস্থিত ছিলেন।
নানিয়ারচর সেনা জোনের মেডিক্যাল অফিসার, বিএ-১০২৬৯৪ ক্যাপ্টেন আশিকুজ্জামান কর্তৃক মোট ৮৭ জনকে বিভিন্ন ধরণের রোগের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়। স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগকে অত্যন্ত সন্তোষজনক হিসেবে অভিব্যক্তি করেছেন।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী গৃহহীন পরিবারদের গৃহ সামগ্রী প্রদান, অসহায় নারীদের জন্য সেলাই মেশিন, দুর্গম পাহারে নিরাপদ পানি সরবরাহের সাবমার্সেবল পাম্প, গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, তরুণদের জন্য খেলাধুলার সামগ্রী, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের চেয়ার, টেবিল, বেঞ্চ ও স্টীল আলমারি প্রদানসহ নানা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com