ঢাকা স্ট্রিমের কর্মীর আত্মহত্যা : নেপথ্যে যৌন হয়রানি

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৪:৫৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৪:৫৪:৩৫ অপরাহ্ন
ঢাকা, ২২ অক্টোবর : ধানমন্ডির একটি বাসা থেকে ২৬ বছর বয়সী স্বর্ণময়ী বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিম-এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যার দিকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগে শুক্রবারও তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
সহকর্মীদের তথ্য অনুযায়ী, স্বর্ণময়ী সম্প্রতি সহকর্মী আলতাফ শাহনেওয়াজের দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। আলতাফ গণমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান। অভিযোগের পরও অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনর্বহাল করেন প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ। এর আগে তিনি প্রথম আলোর সাহিত্য সম্পাদক ছিলেন।
স্বর্ণময়ীকে উদ্ধার করে পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মহত্যার ঘটনায় প্ররোচণার অভিযোগে আলতাফ শাহনেওয়াজকে বিচারের আওতায় আনার দাবি উঠেছে। স্বর্ণময়ীর গ্রামের বাড়ি ঝিনাইদহ। তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com