শিব মন্দিরে সংগীত, নৃত্য আর  নাট্যে দীপাবলির রঙিন আয়োজন

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ১২:১১:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ১২:৩২:০২ পূর্বাহ্ন
ওয়ারেন, ২৭ অক্টোবর : ‘হিমের রাতে ওই গগনের দীপগুলো রে/ হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে/ ঘরে ঘরে ডাক পাঠাল—দীপালিকায় জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে...।’ রবীন্দ্রনাথের এই পংক্তিতেই যেন ফুটে ওঠে আলোর উৎসব দীপাবলির শাশ্বত আহ্বান। সেই আলোর রঙে মিশে, ভক্তি আর আনন্দে রঙিন হয়ে উঠল মিশিগানের ওয়ারেনের শিব মন্দির টেম্পল অব জয়।
গতকাল রোববার শিব মন্দির টেম্পল অব জয়ে  বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসবের সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। দেবী কালী পূজা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র শ্যামাপূজার আনুষ্ঠানিকতা।

রাত আটটায় কেয়া দেবের গান পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। তারপর আত্রি রায় একে একে কয়েকটি গান পরিবেশন করেন ।
পরবর্তীতে অন্তরা অন্তির কোরিওগ্রাফিতে মন্দিরের নারী ভক্তরা পরিবেশন করেন ডান্ডিয়া নৃত্য যার ছন্দে ও রঙে মিশে যায় দীপাবলির উচ্ছ্বাস।  সাংস্কৃতিক সন্ধ্যার পর্দা নামে বৃন্দাবন দাশ রচিত নাটক ‘দড়ির খেলা’ মঞ্চায়নের মধ্য দিয়ে। রাহুল দাশের পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সৌরভ সরকার, অরুপ পুরকায়স্থ, ঝন্টু দাশ, কমল পুরকায়স্থ, কৃপাময় পাল ও লাকী পুরকায়স্থ। দর্শকদের হাসি, হাততালি আর উচ্ছ্বাসে ভরে ওঠে মন্দিরের প্রতিটি কোণ।
উৎসবের এই দিনটি শুধু পূজার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ভক্তি, সংগীত, নৃত্য ও নাটকের সমন্বয়ে এটি পরিণত হয় এক পূর্ণাঙ্গ সাংস্কৃতিক মিলনমেলায়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com